হায়দরাবাদি বিয়ের এলাহি আয়োজন, আনন্দ চুরি করল করোনা
হায়দরাবাদি বিয়ের আয়োজনের কথা বিখ্যাত। তেমনই বিখ্যাত সেই বিয়েকে কেন্দ্র করে উৎসব আবহ। করোনায় সেসব গেছে চুরি।
হায়দরাবাদ : ভারতে বিয়ে মানে শুধু ২টি মানুষের ৪ হাত এক হওয়া নয়। বিয়ে মানে হল উৎসব। শুধু বর-কনের জন্য উৎসব নয়, ২টি পরিবারের জন্যও উৎসব। কনে কেমন সাজবেন তা যেমন স্থির হয় তেমন বাড়ির ৮ থেকে ৮০-র মহিলারা কে কেমন সাজবেন তার তোড়জোড় শুরু হয় যায় বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই।
বরের ক্ষেত্রেও তাই। তারসঙ্গে ঠিক হয় বিয়ের দিনগুলোতে কেমন হবে অনুষ্ঠানসূচী। কী কী হবে, কেমন মজা হবে। এতো গেল ভারতের যে কোনও প্রান্তের বিয়ের কথা। নিজামের শহরে আবার বিয়ে মানে তার আয়োজনই আলাদা। যে জাঁকজমক হায়দরাবাদি বিয়ে নামে পরিচিত।
হায়দরাবাদি বিয়ে মানে হয় প্রচুর জাঁকজমক। বিশাল আয়োজন। অতিথিদের জন্য জিভে জল আনা প্রচুর পদ। সেইসঙ্গে সারাদিন তো বটেই, সেইসঙ্গে সারারাত ব্যাপী আনন্দ উৎসব। হায়দরাবাদ নামে ভারতের এই ঐতিহাসিক শহর বিখ্যাত তার এই হায়দরাবাদি বিয়ের জাঁকজমকের জন্য। হায়দরাবাদি বিয়ের সেই উৎসবের মেজাজ এখন বিলুপ্ত। এখন তা একদিনের অনুষ্ঠানে পরিণত হয়েছে।
করোনা পরিস্থিতির আগে পর্যন্তও হায়দরাবাদের সব বিয়ে মানেই হায়দরাবাদি বিয়ের উৎসবের মেজাজে ভরা আনন্দ। যা করোনা ছড়ানোর পর থেকে উধাও হয়েছে। এই কয়েক মাসের মধ্যে কয়েক হাজার বিয়ে স্থগিত হয়েছে। যেখান ২ পরিবারই অপেক্ষা করছে করোনা পরিস্থিতি পার করে বিয়ের নতুন দিন স্থির করার।
অন্যদিকে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হলগুলি এই পরিস্থিতিতে তাদের বুকিং বাতিল করেছে। তাতেও বিয়ে পিছিয়ে গেছে। এরপরেও যাঁরা বিয়ের দিন বদলাতে চাইছেন না। তাঁদের জন্য হায়দরাবাদি বিয়ে কেবলই জীবনে দেখা একটা উৎসব মাত্র। যে উৎসব তাঁদের বিয়েতে অমিল।
হায়দরাবাদে করোনার মধ্যেও বিয়ে যে হচ্ছেনা এমনটা নয়। তবে হলেও তা হচ্ছে বাড়িতেই। কেবল বিয়ের পারম্পরিক নিয়মটা পালিত হচ্ছে। ২ পরিবারের মুষ্টিমেয় মানুষ একত্র হচ্ছেন। বিয়ের প্রথা মেটানো হচ্ছে ১ দিনের মধ্যেই। উৎসব নয়, প্রথা পালনেই দিন কেটে যাচ্ছে। তারসঙ্গে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে, নিমন্ত্রণবিধি মেনে বিয়ে। ফলে তাতে বিয়েটা আছে কিন্তু আনন্দটা চুরি হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা