National

দেশে রেকর্ড গড়ে ৭৫ হাজারের ওপর নতুন রোগী, ১ হাজারের ওপর মৃত্যু

সব রেকর্ড মুছে দিয়ে ৭৫ হাজার পার করে গেল দেশে একদিনে সংক্রমণ। যা কার্যত একটি রেকর্ড গড়ল। আতঙ্কের পারদও চড়ল।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২০ দিন ধরে বিশ্বে দৈনিক সংক্রমণের নিরিখে ১ নম্বর স্থানটা ধরেও রেখেছিল ভারত। সংক্রমণ ঘুরছিল ৬০ হাজারের ঘরে। তবে ৭০ হাজার ছোঁয়নি। গত একদিনে কিন্তু তা ছুঁয়ে ফেলল। আর শুধু ছুঁয়েই ফেলল না এক লাফে ৭৫ হাজার পার করে গেল। একদিনে ৭৫ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়েছে ভারতে। যা দেশবাসীর চিন্তার পারদ দ্বিগুণ করে দিয়েছে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৭৫ হাজার ৭৬০ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৯ লক্ষ ২৪ হাজার ৯৯৮টি।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৩ লক্ষ পার করেছে। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৪ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এতদিন অল্প করে বাড়ছিল। একদিনের সুস্থতা একদিনে সংক্রমিতের চেয়ে বেশি হলে অ্যাকটিভ রোগী কমেও গিয়েছিল। কিন্তু এদিন সংক্রমিতের সংখ্যায় লম্বা লাফে তা অনেকটা বেড়েছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১ জন।


দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত ২ দিন টানা ১ হাজার পার করেছে মৃত্যু। ১ হাজার ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৬০ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪৭২ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ২৯৫ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৮ জনের। অন্ধ্রপ্রদেশে ৮১ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য দেশে নতুন সংক্রমণের তুলনায় সুস্থ মানুষের সংখ্যা অনেকটাই কম। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ হাজার ১৩ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৫ লক্ষ পার করেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭১ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button