চালু হচ্ছে মেট্রো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আগামী মাসেও
সেপ্টেম্বর থেকে বিভিন্ন শহরে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। তবে লোকাল ট্রেন চালানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক এখনও কিছু জানাল না।

নয়াদিল্লি : শর্তসাপেক্ষে মেট্রো বা লোকাল ট্রেন চালাতে চাইলে তাঁদের আপত্তি নেই। যদি রেল কর্তৃপক্ষ মেট্রো বা লোকাল চালু করতে চায় তাহলে তাঁদের সঙ্গে কথা বলতে পারে। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও শোনা যাচ্ছিল যে পয়লা সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক ৪ পর্ব, যেখানে লোকাল বা মেট্রো রেল চালু করা নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। লোকাল নিয়ে কোনও সিদ্ধান্তের কথা না জানালেও মেট্রো নিয়ে কিন্তু সুখবর শোনাল কেন্দ্র।
আনলক ৪ পর্ব শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে এই আনলক পর্বে চালু হচ্ছে মেট্রো রেল। তবে নিয়ন্ত্রিতভাবে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মেট্রো পরিষেবা চালু করবে রেল মন্ত্রক ও আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। তবে তাদের সঙ্গে কথা বলে। কীভাবে মেট্রো চালু হবে? কী কী নিয়ম হবে? তা আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক জানাবে বলেও জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
বিভিন্ন রাজ্যের সঙ্গে রেল পরিষেবা চালু করা নিয়ে কথা আগেই বলা শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কথা বলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গেও। তারপরই এই সিদ্ধান্ত গ্রহণ করল তারা। এদিকে আনলক ৪ পর্বে স্বরাষ্ট্রমন্ত্রক আরও একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছে। সামাজিক, শিক্ষামূলক, খেলাধুলো, বিনোদন, ধর্মীয় বা রাজনৈতিক সমাবেশে এবার ছাড় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে শর্ত থাকছে। সবোর্চ্চ ১০০ জনের ওপর জমায়েত একসঙ্গে করতে পারা যাবেনা। আগামী ২১ সেপ্টেম্বর থেকেই এই ছাড় কার্যকর হবে।
আনলকে ছাড় মিললেও এখনই স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার খুলছে না। এ কথা পরিস্কার করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এগুলি সেপ্টেম্বরেও বন্ধই থাকছে। কোথাও কোনও ক্লাস করানো যাবে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পুজোর আগে স্কুল, কলেজ খোলার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। এদিকে খোলা থিয়েটার ২১ তারিখ থেকে চালু করা যাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সিনেমা হল কিন্তু এবারও খুলল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা