নতুন মাসের প্রথম দিনেই কমল নতুন রোগীর সংখ্যা, কমল মৃত্যুও
পরপর ৫ দিন ৭৫ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়ায় গোটা দেশ চিন্তায় পড়েছিল। সেপ্টেম্বরের প্রথম দিনেই কিন্তু অবশেষে সংক্রমণ প্রায় ১০ হাজারের মত কমল।
নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা অগাস্টের শেষে শিউরে ওঠার মত বেড়েছে। আমেরিকা, ব্রাজিলেও দৈনিক সংক্রমণ ভারতের চেয়ে অনেক কম। ক্রমশ ভারতে দৈনিক সংক্রমণ ৮০ হাজারের কাছে পৌঁছে যাচ্ছিল। কিন্তু সেই প্রবণতা সেপ্টেম্বরের প্রথম দিনেই ধাক্কা খেল। অনেকটাই কমল সংক্রমণ। যেটা ভাল খবর সেটা হল নমুনা পরীক্ষা বেড়েছে, কিন্তু সংক্রমণ কমেছে। দেশে গত একদিনে নতুন করে আক্রান্ত ধরা পড়েছে ৬৯ হাজার ৯২১ জন। গত একদিনে দেশে নমুনা পরীক্ষাও হয়েছে তার আগের দিনের তুলনায় ১ লক্ষ ৭০ হাজারের মত বেশি। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ১৬ হাজার ৯২০টি।
গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩৭ লক্ষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬৬ জন। এদিকে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দেয়। ফলে তা অনেকটা করে বেড়েছিল। এদিন অবশ্য অতটা বাড়েনি সংখ্যাটা। সংক্রমণ কমায় তা বাড়েনি। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৮৫ হাজার ৯৯৬ জন।
দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃত্যু এদিনও বেড়েছে ঠিকই কিন্তু তা গত বেশ কয়েকদিনের দৈনিক মৃত্যুর সংখ্যার চেয়ে কমেছে। গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৮১৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬৫ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৮৮ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ হলেও দীর্ঘদিন পর সেখানে একদিনে মৃত্যু ২০০-র ঘরের নিচে নেমেছে। ১৮৪ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১১৩ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৯১ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৫ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৭৮ শতাংশে।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ৮১ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২৮ লক্ষ পার করে গেল। সংখ্যাটা দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৯ হাজার ৮৮২ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা