পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। আর তার সামনেই ইভটিজারদের উপযুক্ত শিক্ষা দিলেন এক তরুণী। তাও ওই নিথর প্রস্তরের মত দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীর হাতের লাঠি নিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পুলিশকর্মীই নয়, তামাশা দেখার মত ঘিরে সেই দৃশ্য উপভোগ করলেন আশপাশের বহু মানুষ। কিন্তু তরুণীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেননা কেউই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। লখনউয়ের গৌতমপল্লী এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ সেখানে তাঁদের পিছু নেয় একদল বাইকে চড়া যুবক। চলে লাগাতার ইভটিজিং। প্রথমে তাদের সাবধান করলেও ওই তরুণীর কথা কানে না তুলে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল ওই যুবকরা। অতিষ্ঠ হয়ে অবশেষে সামনে দাঁড়ানো পুলিশের হাতের লাঠি কেড়ে ওই যুবকদের পেটাতে শুরু করেন ওই তরুণী। ভিড় জমে যায়। সকলে ঘিরে ধরে মজা দেখতে শুরু করেন। তরুণী তখন রাগে উন্মত্ত। তিনি যথেচ্ছ লাঠিপেটা করতে থাকেন ওই যুবকদের। পরে তাঁর এক বান্ধবীই ঠান্ডা করেন ওই তরুণীকে।