National

ব্রাজিলকে টপকে বিশ্বের ২ নম্বরে ভারত, ৪২ লক্ষ পার সংক্রমণ

বিশ্বের অন্যতম করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিলকেও সংক্রমণে টপকে গেল ভারত। সংক্রমণ এদিন পার করল ৪২ লক্ষের গণ্ডি।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা অগাস্টেই বাড়ছিল হুহু করে। সেপ্টেম্বর পড়ার পর থেকে তা যেন লাগাম ছাড়া ছুট শুরু করেছে। সংক্রমণ এতটাই বাড়ছে যে বিশ্বের অন্যতম করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিলকেও টপকে গেছে ভারত। ব্রাজিলকে টপকে ২ নম্বরে উঠে এল ভারত।

দৈনিক সংক্রমণে গত ১ মাসে প্রতিদিন ভারতই শীর্ষে রয়েছে। গত ২ দিনে রেকর্ড গড়ে নয়া উচ্চতা ছুঁয়েছে সংক্রমণ। প্রায় সাড়ে ৯০ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়েছে দেশে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮০২ জন। যা পরিস্থিতি তাতে দিনে ১ লক্ষ সংক্রমণ ধরা পড়া এখন সময়ের অপেক্ষা।


এদিন যেটা সবচেয়ে আতঙ্কের কারণ হয়েছে তা হল নমুনা পরীক্ষার সংখ্যা। গত একদিনে দেশে মাত্র ৭ লক্ষ ২০ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। যারমধ্যে ৯০ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়েছে। আগের দিনও ৯০ হাজারের ওপরই ছিল সংক্রমণ। কিন্তু নমুনা পরীক্ষা হয়েছিল এদিনের চেয়ে ৩ লক্ষ বেশি।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪২ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪১ লক্ষ ৪ হাজার ৬১৩ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দিয়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮২ হাজার ৫৪২ জন।


অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত ৫ দিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭১ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৪২ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মৃত্যু হয়েছে ৩২৮ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৯৫ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৮ জনের। অন্ধ্রপ্রদেশে ৭০ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ হাজার ৫৬৪ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৩২ লক্ষ পার করে সোজা সাড়ে ৩২ লক্ষে পৌঁছে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৫০ হাজার ৪২৯ জনে। দেশে সুস্থতার হার প্রায় ৭৭ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button