মিড ডে মিলে দ্রুত যুক্ত হতে পারে দুধ
সরকারি সব স্কুলে মিড ডে মিলে এবার দুধ যুক্ত হতে চলেছে। প্রধানমন্ত্রীর পোষণ অভিযান-এর আওতায় এবার পড়ুয়ারা প্রত্যেকদিন পেতে পারে দুধ।
নয়াদিল্লি : মিড ডে মিল এখন সব সরকারি স্কুলেই বাধ্যতামূলক। মিড ডে মিল সব পড়ুয়ার জন্যই বরাদ্দ। যাতে মাথা পিছু উপার্জনের কথা মাথায় রেখে দেওয়া হয় ভাত, ডাল, সবজি, সয়াবিন, কখনও ডিম। সবই ঘুরিয়ে ফিরিয়ে পড়ুয়াদের পাতে পড়ে। তাতে ভরা পেটে স্কুলটা করা নিশ্চিত হয়েছে তাদের। এবার হয়তো তাদের পুষ্টির কথা মাথায় রেখে দ্রুত এই তালিকায় যুক্ত হতে চলেছে দুধ। এমনই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।
দেশ থেকে অপুষ্টিকে বিদায় জানাতে প্রধানমন্ত্রী ২০১৮ সালে চালু করেন পোষণ অভিযান প্রকল্প। এরই আওতায় পোষণ মা ২০২০ প্রকল্পে এবার বদলাতে চলেছে মিড ডে মিলের মেনু। যাতে যুক্ত হতে পারে দুধ। স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তার সূত্রে এই খবর জানতে পেরেছে সংবাদ সংস্থা। এমনকি এই করোনা পরিস্থিতি বিদায় নেওয়ার পরই হয়তো বদলে যাবে মিড ডে মিলের মেনু। যুক্ত হবে দুধ।
মিড ডে মিলে দুধ কিন্তু আবশ্যিক হতে চলেছে। সয়াবিন, ডিম বা সবজি যেমন এখন ঘুরিয়ে ফিরিয়ে পাতে জায়গা পায়, দুধের ক্ষেত্রে হয়তো তা হচ্ছেনা। প্রতিদিন দুধ অবশ্যই থাকবে মেনুতে। এমনই পরিকল্পনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই মিড ডে মিলের মেনু পরিবর্তন করে সেই তালিকায় দুধ যুক্ত করার বিষয়টি রাজ্যসরকারগুলিকে জানিয়েও দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্র বিবেচনা করছে বলে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে জানিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।
যা পরিকল্পনা তাতে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রত্যেকদিন ২০০ মিলিলিটার করে দুধ খাওয়ানো হতে পারে। প্রসঙ্গত ২০১৬ সালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্যসরকারগুলিকে মিড ডে মিলে দুধ যুক্ত করার কথা জানিয়েছিল। তখন যে পরিকল্পনার কথা জানানো হয়েছিল এবার প্রায় একই কথা রাজ্যসরকারগুলিকে জানানো হতে পারে। এমনকি মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় দুধ বিভিন্ন দুগ্ধ সমবায় থেকে নিতে হবে বলেও জানাতে চলেছে কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা