দেশে দৈনিক ৯০ হাজারি ঘরে থাকা সংক্রমণকে টপকে রেকর্ড গড়ল সুস্থতা
সংক্রমণ যখন চিন্তার ভাঁজ পুরু করছে তখন গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ দেশে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণের সংখ্যাকে টপকে গেল রেকর্ড সুস্থতা।
নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বাড়ছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর পড়ার পর থেকেই সংক্রমণ লাগাম ছাড়া ছুট শুরু করেছে। সংক্রমণে বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।
বিশ্বের কোনও দেশে একদিনে ৮০ হাজার পার করেনি সংক্রমণ। ভারত সেই ৮০ হাজারের গণ্ডি কবেই পার করে গেছে। গত একদিনে আক্রান্ত ধরা পড়েছেন ৯৩ হাজার ৩৩৭ জন। তবে চিন্তার যেটা তা হল অনেক কম নমুনা পরীক্ষাতেই এই সংখ্যাটা ধরা পড়েছে।
গত একদিনে দেশে ৮ লক্ষ ৮১ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে একদিনে ৯৩ হাজার পার করা সংক্রমণের সংখ্যাকেও এদিন টপকে গেছে একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।
গত একদিনের রোগী সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৩ লক্ষ ৮ হাজার ১৪ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪ জন। গত দিনের চেয়ে ৩ হাজার ৭৯০ জন কম। অ্যাকটিভ রোগীর সংখ্যা গত কয়েকদিনে সংক্রমণ ৯০ হাজার পার করায় অনেকটা করেই বাড়ছিল। এদিন প্রথম দেখা গেল তা কমল।
দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬১৯ জন।
দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। কর্ণাটকে একদিনে এত মানুষের মৃত্যু গোটা দেশকে চমকে দিয়েছে। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৬৭ জনের। অন্ধ্রপ্রদেশেও ৬৭ জন প্রাণ হারিয়েছেন।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। একদিনে ৯৫ হাজার হাজারের ওপর মানুষ সুস্থ এর আগে কখনও হননি। একদিনে সংক্রমিতের সংখ্যাকেও এদিন টপকে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৮৮০ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৪২ লক্ষ পার করে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮ হাজার ৪৩১ জন। দেশে সুস্থতার হার ৭৯ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা