National

খুলছে স্কুল, তবে এই রাজ্যে পড়ুয়াদের জন্য ২টি রাস্তাই খোলা থাকছে

স্কুল খুলে যাচ্ছে সোমবার থেকেই। তবে দেশের এই রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য খোলা থাকছে ২টি রাস্তা।

অমরাবতী : কেন্দ্রীয় ছাড়পত্রের পর ২১ সেপ্টেম্বর সোমবার থাকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে পঠনপাঠন দেশের কিছু রাজ্যে শুরু হচ্ছে। আবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ অনেক রাজ্যে এতে অরাজি। তারা স্কুল এখনই খুলছে না।

স্কুল যে সব রাজ্যে খুলছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে সোমবার থেকে সব স্কুল খুলে যাচ্ছে। যেখানে কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলে এসে পড়াশোনা করতে পারবে।


অন্ধ্রপ্রদেশ সরকার স্কুল খোলায় অনুমতি দিলেও অন্ধ্রপ্রদেশের করোনা পরিস্থিতি যথেষ্ট শোচনীয়। এই পরিস্থিতিতে স্কুল খোলার অনুমতি দিলেও তাই সরকার পড়ুয়াদের জন্য ২টি রাস্তা খুলে দিয়েছে। এক্ষেত্রে অভিভাবকরা চাইলে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতেও পারেন। আবার নাও পারেন।

দ্বিতীয় রাস্তা সেক্ষেত্রে খোলা থাকছে। যে সব অভিভাবকরা সন্তানদের স্কুলে এখনই পাঠাতে ভরসা পাচ্ছেন না তাঁরা চাইলে অনলাইন ক্লাস বেছে নিতেই পারেন।


অন্ধ্রপ্রদেশে এরফলে ২টি রাস্তাই খোলা থাকছে। পছন্দ অভিভাবকদের হাতে। তাঁরা চাইলে সন্তানদের স্কুলেও পাঠাতে পারেন, আবার না চাইলে অনলাইনে তারা যেমন পড়াশোনা করছিল তাই চালিয়ে যেতে বলতে পারেন।

আনলক ৪ পর্বে এসে কেন্দ্রীয় সরকার স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসে অনুমতি দিয়েছে। সোমবার থেকে এই ক্লাস চালু হওয়ার কথা। বেশ কিছু রাজ্য এতে সায় দিয়েছে।

অন্ধ্রপ্রদেশে ২টি রাস্তা খুলে রেখেছে সরকার। তবে তাঁদের সন্তান স্কুলে গিয়ে নাকি অনলাইনে ক্লাস করবে তা অভিভাবকদের লিখিতভাবে জানিয়ে দিতে হবে।

স্কুলে ক্লাস করতে আসতে চাইলে অবশ্য যাবতীয় করোনা আচরণবিধি মেনে চলতে হবে ছাত্রছাত্রীদের। এজন্য পুরো গাইডলাইন তৈরি করেছে স্কুলগুলি। তা মেনেই নিয়মিত ক্লাস করতে হবে তাদের।

এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু এখনই কোনও স্কুলের দরজা খুলছে না। রাজ্যসরকার স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র ছাড়পত্র দিলেও পশ্চিমবঙ্গে স্কুল খোলা হচ্ছেনা। করোনা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তারপর স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button