ভুয়ো কোভিড-১৯ টিকা বানিয়ে গ্রামের গোপন ডেরা থেকে গ্রেফতার যুবক
প্রচুর পরিমাণে কোভিড-১৯ টিকা বানাচ্ছিল এক যুবক। খবর পেয়ে গ্রামের একটি ঘর থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ।
ভুবনেশ্বর : করোনা যত ছড়াচ্ছে ততই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে কিছু অসাধু ব্যক্তি। মানুষকে ভুল বুঝিয়ে করোনা তাড়ানোর উপায় বাতলাচ্ছে তারা। বোঝাচ্ছে তাদের বলা উপায়ে করোনা দূরে থাকবে।
মনের মধ্যে বসে যাওয়া করোনা আতঙ্ককেই কাজে লাগাচ্ছে এরা। মানুষকে ভুল বুঝিয়ে তাঁদেরকে নানা জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করছে। মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে অসাধু উপায়ে উপার্জনের পথ করে নিচ্ছে তারা। যেমন করল এক ৩২ বছরের যুবক।
পুলিশ খবর পেয়ে ওড়িশার বারগড় জেলার রুসুদা গ্রামে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল সেখানে ভুয়ো করোনা প্রতিষেধক টিকা তৈরি হচ্ছে।
খবর মত হানা দিয়ে পুলিশ হাতেনাতে পাকড়াও করে প্রহ্লাদ বিসি নামে এক যুবককে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে কোভিড-১৯ ভ্যাকসিন লেখা শিশি উদ্ধার করে তারা। উদ্ধার হয় বেশ কিছু রাসায়নিক।
পুলিশের অনুমান, মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে করোনা প্রতিষেধক টিকা বলে বাজারে এই ভুয়ো টিকা ছাড়ার পরিকল্পনা করছিল প্রহ্লাদ।
পুলিশ যখন প্রহ্লাদের পড়াশোনা সম্বন্ধে জানার চেষ্টা করে তখন আরও অবাক হয়। প্রহ্লাদের বিজ্ঞান নিয়ে পড়াশোনাটাও নয়। সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তারপর আর স্কুলে যায়নি। সে গোপনে তৈরি করছিল ভুয়ো করোনা প্রতিষেধক টিকা।
বিশ্বজুড়ে আপ্রাণ চেষ্টা চলছে করোনা প্রতিষেধক টিকা আবিষ্কারের। রাশিয়া একটি টিকা নথিভুক্ত করলেও তার কার্যকারিতা এখনও পরিস্কার নয়।
টিকা আদৌ কবে হাতে পাওয়া যাবে তাই জানা যাচ্ছে না। সেখানে এভাবে মানুষকে ঠকাতে গ্রামের একটি কোণায় লুকিয়ে করোনা ভ্যাকসিনের নামে ভুয়ো রাসায়নিক দ্রবণ তৈরি করে তা শিশিতে ভরে চালানোর সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছিল প্রহ্লাদ।
প্রহ্লাদের সেই ডেরা থেকে প্রচুর ভুয়ো করোনা প্রতিষেধক টিকার স্টিকারও পেয়েছে পুলিশ। এর পিছনে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্ত চলছে। প্রহ্লাদকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা