National

দুর্গাপুজোয় প্যান্ডেল করা যাবেনা, যোগী সরকারের ফতোয়ায় তোপ কংগ্রেসের

দুর্গাপুজোয় প্যান্ডেল করা যাবেনা যোগী রাজ্যে। একথা রাজ্যসরকারের তরফে ঘোষণার পরই তোপ দেগেছে কংগ্রেস।

নয়াদিল্লি : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশের কোণায় কোণায় যেখানেই বাঙালিরা আছেন, সেখানেই তাঁরা জোট বেঁধে দুর্গাপুজো করেন।

ভারতে দুর্গাপুজো করতে প্যান্ডেলের চল দীর্ঘদিনের। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি মুম্বই, দিল্লি সহ দেশের কোণায় কোণায় বাঙালিরা দুর্গাপুজোর আয়োজন করে থাকেন। সেখানে পুজো হয়। প্যান্ডেল বেঁধেই পুজো হয়।


এ রাজ্যে এবার করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে স্পষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্যসরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যাবতীয় বিধিনিষেধ মেনে প্যান্ডেল করে পুজো করায় অনুমতি দিয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশের বাঙালিরা এবার আয়োজনের প্রস্তুতি নিলেও শেষ মুহুর্তে প্যান্ডেল করে পুজো থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন।

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার জানিয়ে দিয়েছে তাদের রাজ্যে প্যান্ডেল বেঁধে দুর্গাপুজো করা যাবেনা। দুর্গাপুজো করতে হয় তো বাড়িতেই পুজো করতে হবে।


যদিও যোগী সরকার রামলীলায় আপত্তি জানায়নি। শুধু জানিয়ে দিয়েছে রামলীলা অনুষ্ঠিত হলেও সেখানে ১০০ জনের বেশি মানুষের উপস্থিতি চলবে না। আর এখানেই কংগ্রেস ক্ষোভ উগরে দিয়েছে।

Mahant Yogi Adityanath
ফাইল : মহন্ত যোগী আদিত্যনাথ, ছবি – আইএএনএস

কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে জিতিন প্রসাদকে। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন কোণায় বসবাসরত বাঙালিদের জন্য এটা বৈষম্যমূলক আচরণ। রামলীলায় আপত্তি নেই। কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে আপত্তি জানাচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

প্রসঙ্গত উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রথম প্রশ্ন কিন্তু তুলেছেন বিজেপি সাংসদই। বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে জানান উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিকর, এই সিদ্ধান্ত বৈষম্যমূলকও।

রামলীলার মতই দুর্গাপুজোও বেশ কিছু নিয়ন্ত্রণবিধি মেনে করতে দেওয়া যেত বলে দাবি করেছেন স্বপনবাবু।

স্বপন দাশগুপ্তের বক্তব্যের পরই সুর চড়ান জিতিন প্রসাদ। এটা উত্তরপ্রদেশে বসবাসরত বাঙালিদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন তিনি। যোগী রাজ্যের এই প্যান্ডেলে আপত্তি ও বাঙালিদের বাড়িতে পুজো করার কথা বলা নিয়ে এ রাজ্যে কিন্তু বিজেপি সমস্যায় পড়তেই পারে। কারণ বাঙালিদের কাছে দুর্গাপুজোর মাহাত্ম্য প্রশ্নাতীত।

আর সেই পুজোই এবার করোনা ছড়াতে পারে এই আশঙ্কা প্রকাশ করে প্যান্ডেলে করতে দিচ্ছেনা উত্তরপ্রদেশ সরকার। যা হয়তো বিরোধীদের বাংলার বিজেপি নেতৃত্বকে আক্রমণ করার রাস্তা খুলে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button