ভারতে করোনায় মৃত্যু ১ লক্ষ পার করল
ভারতে করোনায় মারা গেছেন এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ। গত একদিনে ভারতে করোনায় মৃত্যু ১ লক্ষ পার করল।
নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে পড়েও সেই প্রবণতা বজায় রয়েছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত।
মাঝে মাঝে সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়া কিছুটা হলেও এরমধ্যেই ভরসা দিচ্ছে। তবে গত একদিনে ৮০ হাজারের ঘর থেকে সামান্য হলেও নেমেছে দৈনিক সংক্রমণ।
গত একদিনে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৪৭৬ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ৩২ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
গত একদিনে রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৬৪ লক্ষ ৭৩ হাজার ৫৪৪ জন।
সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে এদিন কিছুটা কম হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের বেড়েছে।
দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৯৯৬ জন। একদিনে বেড়েছে ২ হাজার ৭৭৯ জন।
দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা প্রায় ১ মাস ধরে ১ হাজারের ওপরই থাকছে। মাঝে মাত্র ১ দিন তার ব্যতিক্রম হয়েছিল।
গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ১ লক্ষ পার করেছে। সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪২ জন। মৃতের সংখ্যা ১ লক্ষ পার করা যথেষ্ট উদ্বেগের।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে কিছুটা কম।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ৬২৮ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৫৪ লক্ষ পার করে গেছে।
মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লক্ষ ২৭ হাজার ৭০৬ জন। দেশে সুস্থতার হার ৮৩ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা