National

বাঁদরদের প্রবল লড়াইয়ের মাঝে পড়ে মৃত ২ ব্যক্তি

২ দল বাঁদরের মধ্যে প্রবল লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হল ২ ব্যক্তির। বাঁদর তাড়াতে ব্যবস্থা নিতে বিক্ষোভে স্থানীয় মানুষ।

আগ্রা : বাঁদরদের মধ্যে ঝগড়া। ২ দল বাঁদরের সেই লড়াই যে ২ জন মানুষের প্রাণ কেড়ে নেবে তা ভাবতেও পারেননি কেউ। কিন্তু সেটাই হল।

একটি বহু পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত আগেই হয়েছিল। কাজও শুরু হয়েছিল। সেই বাড়িরই একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন বাড়ির মালিক ও বাড়ি ভাঙতে আসা এক শ্রমিক। ঠিক সেই সময়ই ২ দল বাঁদরের মধ্যে ভয়ংকর লড়াই শুরু হয়। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ২ দল বাঁদর।


২ পক্ষের বাঁদরদের মধ্যে সেই লড়াই ক্রমশ ভয়ংকর চেহারা নেয়। ২ দল বাঁদর তখন লড়াই চালাচ্ছে কার দখলে এলাকা থাকবে তার জন্য। আর সেই লড়াই এতটাই তাণ্ডবের চেহারা নেয় যে অনেকেই বাড়ি ঢুকে পড়েন।

এদিকে বাঁদররা লড়াই চালাতে চালাতে এক সময় কয়েকটি বাঁদর লাফিয়ে পড়ে ওই দেওয়ালের ওপর। পুরনো আমলের দেওয়াল। তার ওপর কয়েকটি বাঁদর নিজেরে মধ্যে মারামারি করছে। ফলে দেওয়াল নড়ে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়ে তার পাশে দাঁড়ানো বাড়ির মালিক ও ওই শ্রমিকের ওপর।


২ জনকে দ্রুত ধ্বংসস্তূপের তলা থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটে আগ্রা শহরের সৎসঙ্গ গলি-তে।

তবে বাঁদরের সমস্যা আগ্রার নতুন নয়। অনেক সময় বাঁদরদের তাণ্ডবে অনেকে আহত হন। খাবাররে জন্য বাঁদররা অনেক সময় মানুষের ওপরও ঝাঁপিয়ে পড়ে। ২ জন ব্যক্তির মৃত্যুর পর বাঁদর তাড়ানোর দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।

আগে থেকেই আগ্রা শহরের মানুষের রাগ ছিল। এই ঘটনার পর পুরসভার ওপর তাঁরা প্রবল চাপ দিতে শুরু করেছেন।

পুরসভাও চাইছে বাঁদর তাড়াতে ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশু অধিকার নিয়ে লড়াই চালানো সংগঠনগুলি। তারা এভাবে বাঁদর তাড়ানোর বিরোধী। কিন্তু ২ জনের মৃত্যু এই দাবিকে আরও জোড়াল করেছে।

শহরবাসীর দাবি, বাঁদরদের পাশের জঙ্গলে পাঠানো হোক। শহরকে বাঁদরদের তাণ্ডব থেকে মুক্ত করা হোক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button