ছাড়াছাড়ি হওয়া প্রেমিক প্রেমিকাকে বিয়ের পিঁড়িতে বসাল পুলিশ
ফের এক মানবিক মুখের পরিচয় দিল পুলিশ। ঝগড়ার জেরে ছাড়াছাড়ি হওয়া প্রেমিক প্রেমিকার গাঁটছড়া বেঁধে দিল তারা।
নয়াদিল্লি : পুলিশ স্টেশনে এক বছর ২৪-এর তরুণী হাজির হন। গায়ে কোথাও কোথাও কেটে যাওয়ার দাগ। আঘাতের চিহ্ন। ওই তরুণী পুলিশের কাছে আসেন অভিযোগ দায়ের করতে। কিন্তু পুলিশের নজর থেকে রেহাই পাওয়া মুশকিল।
আঘাতের চিহ্ন দেখে পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় ওই আঘাত অন্য কারও করা নয়। তরুণী নিজেই নিজেকে ওই আঘাত করেছেন। এই অবস্থায় পুলিশের সামনে ২টি রাস্তা ছিল।
এক তরুণীর অভিযোগ দায়ের করে তদন্ত আইনমাফিক চালানো। দুই, তরুণীর সমস্যা কোথায় তা জেনে তার সমাধানের চেষ্টা করা। পুলিশ দ্বিতীয় রাস্তা বেছে নেয়।
ওই তরুণীর সঙ্গে কথা বলার পর পুলিশ জানতে পারে ওই তরুণীর সঙ্গে এক ২৮ বছরের যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ৩ বছর ধরে ২ জনে চুটিয়ে প্রেম করার পর কিছু বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যা ঝগড়ায় গড়ায়। অবশেষে ২ জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পুলিশ এবার উদ্যোগ নেয় ২ জনকে ফের মেলাতে।
দিল্লির গোবিন্দপুরী পুলিশ স্টেশনের আধিকারিকরা ওই তরুণী ও যুবকের পরিবারকে পুলিশ স্টেশনে ডেকে পাঠান। তারপর ২ পক্ষকে সামনে বসিয়ে মধ্যস্থতা করেন। ২ পক্ষকেই বুঝিয়ে এই বিয়েতে রাজি করান।
পুলিশের মধ্যস্থতায় ওই তরুণী ও যুবক নতুন জীবন শুরুর আলো খুঁজে পান। ২ জনই স্থির করেন আর দেরি, নয় দ্রুত বিয়ে। পুলিশও তাই স্থির করে। আর্য সমাজ মন্দিরে দুজনের বিয়ে হয়ে যায়।
এই বিয়েতে ২ পক্ষের লোকজন যেমন উপস্থিত ছিলেন তেমনই উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। তাঁরা কার্যত দাঁড়িয়ে থেকে বিয়ে সম্পন্ন করেন।
বিয়ের পর নব দম্পতি তাঁদেরকে এই দাম্পত্য জীবন উপহার দেওয়ার জন্য পুলিশ স্টেশনে হাজির হয়ে সকলের আশির্বাদ নেন। থানার সব পুলিশকর্মীও বেজায় খুশি। অনেক উপহারও তাঁরা তুলে দেন ওই নব দম্পতির হাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা