National

ধর্ষিতা, অ্যাসিড আক্রান্ত মহিলাকে পাহারা দিতে গিয়ে সেলফি, সাসপেন্ড ৩ মহিলা পুলিশ

আইসিইউ-র বেডে শুয়ে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন এক গণধর্ষিতা ও অ্যাসিড আক্রান্ত মহিলা। এক মহিলার সঙ্গে এমন মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পর তাঁকে দেখতে গত শুক্রবার লখনউয়ের কিং জর্জ হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহিলার পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। পাহারা বসানো হয় আইসিইউতে চিকিৎসাধীন ওই মহিলার পাশে। ৩ মহিলা পুলিশকর্মী নিযুক্ত ছিলেন পাহারায়। অভিযোগ পাহারা দেওয়ার সময় ওই ৩ পুলিশকর্মী নিজেদের মধ্যে হাসি মুখে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। একজন মহিলা পাশবিক এক পরিস্থিতির শিকার হয়ে পাশেই বেডে শুয়ে জীবনের সঙ্গে পাঞ্জা কষছেন। আর তাঁকে পাহারা দিতে এসে হাসি মুখে সেলফি তুলতে ব্যস্ত ৩ মহিলা পুলিশ কর্মী! সেই ছবি ভাইরালের মত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় বিভিন্ন মহল থেকে ধিক্কার। এই ঘটনা সামনে আসতেই সময় নষ্ট না করে অভিযুক্ত ৩ সেলফিপ্রেমী মহিলা পুলিশকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ প্রশাসন। ২০০৯ সালে গণধর্ষণের শিকার ওই মহিলার ওপর ২০১১, ২০১২ ও ২০১৩ সালে অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এরপর দুদিন আগে গঙ্গা-গোমতী এক্সপ্রেসে লখনউ আসার পথে ওই মহিলার ওপর চতুর্থবারের জন্য অ্যাসিড হামলা হয়। মহিলার অভিযোগ তাঁকে অ্যাসিড খাওয়ানোর চেষ্টা করে ২ জন দুষ্কৃতী। বাকশক্তি হারানো ওই মহিলার লিখিতভাবে অভিযোগ দায়েরের পরই তদন্তে নেমে ভন্দু সিং ও গুড্ডু সিং নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিজেপি আঙুল তোলে অখিলেশ সরকারের দিকেও। বিজেপির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে অখিলেশ সরকার এতদিন কোনও ব্যবস্থাই নেয়নি। নিলে ফের এমন পাশবিক ঘটনার শিকার হতে হতনা ওই বছর ৪৫-এর মহিলাকে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button