National

দেশে দৈনিক সংক্রমণ একটু কমেও ফের বাড়ল

দেশে একদিনে সংক্রমণ ৫০ হাজারি ঘরে নেমেছিল গত মঙ্গলবার। বুধবার সকালে দেখা গেল তা ফের পৌঁছে গেছে ৬০ হাজারি ঘরে।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে না পড়লেও খুব একটা নিচেও নামেনি সংক্রমণ। ৭০ হাজারি ঘরেই অধিকাংশ সময় ঘুরেছে সংক্রমণ। কিন্তু গত মঙ্গলবার দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে নিচে নামে। ৫০ হাজারি ঘরে ঢুকে পড়ে গত একদিনের নতুন করে সংক্রমণ। এদিন ফের তা বেড়ে পৌঁছে গেল ৬০ হাজির ঘরে।

অন্যদিকে এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি। সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়াটা অবশ্য অনেকটা ভরসা যোগাচ্ছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৯ জনে। গত একদিনে দেশে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে বেড়েছে।


গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭২ লক্ষের ঘরে পৌঁছে গেল। ৭২ লক্ষ ৩৯ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।

গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ফের কমেছে। দাঁড়িয়েছে ৮ লক্ষ ২৬ হাজার ৮৭৬ জন। একদিনে কমেছে ১১ হাজার ৮৫৩ জন।


দেশে মৃতের সংখ্যাও গত ১০ দিন ধরেই হাজারের নিচে থাকছে। এদিন অনেকটা কমেছে মৃতের সংখ্যা। গত ১০ দিনে ৩ অঙ্কের ঘরে রয়েছে মৃতের সংখ্যা।

গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭৩০ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫৮৬ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ৬৩২ জন। গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ১ হাজার ৯২৭ জন। দেশে সুস্থতার হার ৮৬ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button