৮ লক্ষের নিচে নামল অ্যাকটিভ রোগীর সংখ্যা
দেশে ৮ লক্ষের নিচে নামল অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। ৬ সপ্তাহ পর ফের ৮ লক্ষের নিচে দেখা গেল সংক্রমিতের সংখ্যা।
নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে পড়েনি। বরং প্রথম দিকে ৭০ হাজারি ঘরে এবং পরে তা নেমে এখন ৬০ হাজারি ঘরেই অধিকাংশ সময় ঘুরছে সংক্রমণ। পরপর ৪ দিনে ৬০ হাজারি ঘরেই রইল সংক্রমণ।
অন্যদিকে এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে বেশি রয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২১২ জন। গত একদিনে দেশে ৯ লক্ষ ৯৯ হাজার ৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে সামান্য কমেছে।
গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা ৭৪ লক্ষের ঘরে পৌঁছে গেছে। ৭৪ লক্ষ ৩২ হাজার ৬৮০ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।
গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৫ হাজার ৮৭ জনে। একদিনে কমেছে ৭ হাজার ৮৬২ জন। ৬ সপ্তাহ পর ফের ৮ লক্ষের নিচে নামল অ্যাকটিভ রোগীর সংখ্যা।
দেশে মৃতের সংখ্যাও গত ১২ দিন ধরেই হাজারের নিচে থাকছে। নিয়মিতভাবে মৃত্যুর সংখ্যা নিচে না নামলেও ৩ অঙ্কের ঘর ধরে রেখেছে মৃত্যু। এর মধ্যেই কোনও দিন একটু বেশি তো কোনও দিন একটু কম আসছে সংখ্যাটা।
গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৮৩৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯৯৮ জন।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৮১৬ জন। গত দিনের চেয়ে অনেকটাই বেড়েছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।
দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৬৫ লক্ষ ২৪ হাজার ৫৯৫ জনে। দেশে সুস্থতার হার ৮৭ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা