নির্ঘাত ভিনগ্রহের জীব ভেবে বুক কাঁপল গ্রামবাসীদের
যেটা আকাশ থেকে নেমে এল খালের ধারে সেটা নির্ঘাত ভিনগ্রহের জীব। এমনটা তো বিভিন্ন জায়গায় শুনেছেন তাঁরা। আতঙ্কে গোটা গ্রামের মুখ গেল শুকিয়ে।
গ্রেটার নয়ডা : আকাশে রোবটের চেহারার একটি কিছু ভেসে যাচ্ছে। যা নজর কাড়ে কয়েকজন গ্রামবাসীর। তাঁদের গ্রামের ওপরই সেটি উড়ছে। ক্রমশ ভিড় বাড়তে থাকে। সকলেই উৎসুক চোখে চেয়ে থাকেন আকাশে। কী করে দেখা যাক ওটা!
অনেকেই বলেন এটা নির্ঘাত ভিন গ্রহের জীব। পৃথিবীতে এসেছে। এখন উড়ে বেড়াচ্ছে তাঁদের মাথার ওপর। কী মতলব ওটার সেটাই বোঝা যাচ্ছেনা।
গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন ওটা কী তবে তাঁদের কোনও ক্ষতি করতে চলেছে? কোনও রশ্মি বেরিয়ে আসবে ওটা থেকে! আতঙ্ক বাড়তে থাকে।
আতঙ্ক আরও বাড়ে যখন গ্রামবাসীরা দেখেন কিছুটা গ্রামের আকাশে উড়ে বেড়ানোর পর সেটা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের ধারে নেমে আসছে। কী কাণ্ড! তবে কী তাঁদের গ্রামেই নামছে ওটা। তাঁদের গ্রামেই কিছু একটা ঘটাতে চাইছে!
উৎসুক মানুষজন ছুটলেন ওটার পিছনে। খালের ধারে তখন সেটি নেমে এসেছে। তার একটা অংশ রয়েছে খালের জলের সঙ্গে লেগে। দেহটা কাঁপছে। একি এতো কাঁপছে! দ্রুত পুলিশে খবর যায়। এদিকে গ্রামবাসীদের অনেকেরই তখন মুখ শুকিয়ে গেছে।
পুলিশ এসেও প্রথমে কিছুটা থমকে যায়। তারপর কাছে যেতে আবিষ্কার হয় আসলে বস্তুটি কী! পুলিশ জানিয়েছে, ওটা ছিল একটা গ্যাস ভরা বেলুন। তবে সাধারণ বেলুনের মত নয়। হুবহু আয়রন ম্যান চরিত্রটার মত দেখতে।
অত্যন্ত সুন্দর করে তৈরি বেলুনটি দেখে অবাক হতে হয়। নিখুঁত করে তৈরি। তাতেই ভরা ছিল গ্যাস। যে গ্যাস কমে আসার পর সেটি খালের ধারে নেমে আসে। আর জলের সঙ্গে লেগে থাকায় জলের স্রোতে ধাক্কা লেগে তা কাঁপছিল। যা দেখে গ্রামবাসীরা ভয় পান।
পুলিশ বেলুনটি উদ্ধার করে নিয়ে যায়। বেলুনটির মধ্যে কোনও বিষাক্ত কিছু ছিলনা বলেই জানিয়েছে পুলিশ। সাধারণ বেলুন ছিল সেটি। তবে কে বা কারা সেটি আকাশে উড়িয়েছিল তার খোঁজ পায়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার কাছে দানকৌর শহরের পাশে।