ট্রাক বীমার প্রিমিয়াম এক লাফে ৫০ শতাংশ বাড়ায় ক্ষুব্ধ ট্রাক মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবি অবিলম্বে কমাতে হবে বর্ধিত প্রিমিয়াম। এই দাবিকে সামনে রেখে গত শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ট্রাক ধর্মঘট। ফলে মুখ থুবড়ে পড়েছে পণ্য পরিষেবা। মাছ থেকে কাঁচা বাজার, সবেরই যোগান সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। সেখানে টানা ৩ দিন ধরে কোনও ট্রাক মাল নিয়ে ঢুকছে না। ফলে ক্রমশ চড়ছে মাছ, সবজির দাম। টান পড়ছে মজুতে। যোগানেও সমস্যা হচ্ছে। যদিও সমস্যা মেটাতে এদিন ট্রাক মালিকদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন।