স্বামীকে দাঁড় করিয়ে এক চালুনিতেই করবা চৌথ সারলেন ৩ স্ত্রী
স্বামী দাঁড়িয়ে আছেন সামনে। আর একটি চালুনিতেই চোখ রেখে প্রথা মেনে করবা চৌথ ব্রত সম্পূর্ণ করছেন ৩ স্ত্রী। এই ছবি এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
চিত্রকূট (উত্তরপ্রদেশ) : করবা চৌথ ব্রত পালনের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। স্বনামধন্য পরিবারের করবা চৌথের ছবি সামনে এসেছে। কিন্তু এক সাধারণ পরিবারের করবা চৌথ ব্রত পালনের ছবি ছাপিয়ে গেল সেলেব্রিটিদের করবা চৌথের ছবিকেও। যেখানে দেখা যাচ্ছে একটিই চালুনি দিয়ে স্বামীর মুখ দেখছেন ৩ জন স্ত্রী।
৩ সতীনের পাশাপাশি দাঁড়িয়ে স্বামীকে সামনে রেখে এই করবা চৌথের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্বামীকে করবা চৌথের দিন চালুনি দিয়ে এভাবে দেখার অধিকার তো একমাত্র তাঁর স্ত্রীর! তাহলে ৩ জন এলেন কোথা থেকে? অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ৩ মহিলাই তাঁর স্ত্রী। ৩ মহিলা সম্পর্কে বোনও। একদম যাকে বলে মায়ের পেটের বোন।
উত্তরপ্রদেশের চিত্রকূটের লোধাওয়াড়ার কাশীরাম কলোনির বাসিন্দা কৃষ্ণা বিয়ে করেন ১৩ বছর আগে। তবে একজন মহিলাকে নয়। এক পরিবারের ৩ বোনকে একসঙ্গে বিয়ে করেন তিনি। একই মণ্ডপে বসে ৩ বোনকে একসঙ্গে বিয়ে করেন কৃষ্ণা। শোভা, রীনা ও পিঙ্কিকে বিয়ে করে ঘরে আনেন। ৩ বোন এক স্বামীকে নিয়ে ঘর করতে থাকেন।
১৩ বছর পর এখন ৩ বোনেরই ২টি করে সন্তান। কী ভাবছেন ৩ বোন এখন ৩ সতীন, তাই তাঁদের মধ্যে বেজায় গণ্ডগোল? ৩ স্ত্রীকে এক বাড়িতে রেখে সামলে চলেন কীভাবে কৃষ্ণা? শুনলে অবাক হতে হয়, ৩ স্ত্রী হলেও শান্তির সংসার কৃষ্ণার। কারও সঙ্গে কারও ঝগড়া নেই।
করবা চৌথের দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে ৩ বোনই উপবাস করেন। তারপর সন্ধে নামলে ৩ জনই চালুনিতে চাঁদ দেখে তারপর ওই একটি চালুনি দিয়েই স্বামী কৃষ্ণার মুখ দেখেন।
৩ বোনই স্নাতক। তাঁরা চান তাঁদের ৬ সন্তানও নিজেদের মধ্যে তাঁদের মত করেই শান্তি বজায় রেখে চলে। এখন প্রশ্ন হল ৩ বোনকেই কেন একসঙ্গে বিয়ে করতে হল কৃষ্ণা কে? এর উত্তর কিন্তু কেউ জানেন না। পরিবারের লোকজনের কাছেও কৃষ্ণা তা পরিস্কার করেননি কখনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা