শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিষয়টি এখনও ঠান্ডা হয়নি। তার আগেই ফের সাংসদের উষ্মার শিকার এয়ার ইন্ডিয়া। এবার তৃণমূল সাংসদ দোলা সেন। সূত্রের খবর, শুক্রবার দুপুর ২টো ২৫ মিনিটে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতা ফেরার টিকিট ছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের। সঙ্গে তাঁর মা ছিলেন। যেহেতু মা হুইল চেয়ারে বসা রোগী তাই তাঁর জন্য অতিরিক্ত লেগস্পেস থাকা জায়গা চেয়ে ইকোনমি ক্লাসের টিকিটের সঙ্গে বেশি টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু বিমানে ওঠার পর দেখা যায় সেই সিটটি আপৎকালীন নির্গমন বা এমারজেন্সি এক্সিটের দরজার ঠিক পাশে পড়েছে। নিয়ম হল যে কোনও বিমানের এমারজেন্সি এক্সিটের পাশের সিটে কোনও সুস্থ মানুষই বসতে পারেন। এই অবস্থায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দোলা সেনের মায়ের জন্য বিজনেস ক্লাসে বসার বন্দোবস্ত করে দেবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু ততক্ষণে নাকি মেজাজ হারান তৃণমূল সাংসদ। তর্কের জেরে বিমান প্রায় ৪০ মিনিট দেরিতে দিল্লি বিমানবন্দর ছাড়ে।