দু’সপ্তাহ উড়ানে নিষেধাজ্ঞা বজায় থাকার পর অবশেষে কাটতে চলেছে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় জট। এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে শিবসেনার এই সাংসদের ওপর থেকে উড়ান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশে দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এয়ার ইন্ডিয়া এরপর যে সিদ্ধান্ত নেবে সেই রাস্তায় হাঁটবে অন্যান্য উড়ান সংস্থাগুলিও। যদিও এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে জুতো পেটা করার পর শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে নিয়ে আকাশে ওড়া হবে না বলে জানিয়ে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই রাস্তায় হাঁটে অন্যান্য বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলিও। এরপর প্রায় ২ সপ্তাহ ট্রেনেই সফর করতে হয় তাঁকে। গত বৃহস্পতিবার সংসদে রবীন্দ্র গায়কোয়াড় জানান তিনি সংসদের কাছে ক্ষমা চাইতে রাজি আছেন। কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বা তার কর্মচারিদের কাছে নয়। এরপর তিনি এমন ঘটনা আর ঘটাবেন না বলে জানিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে চিঠিও পাঠান। তারপরই শুক্রবার তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেয় মন্ত্রক।