সাহায্য করতে যাত্রীর চটি তুলে দিতেই সামনে এল অন্য সত্য
এক যাত্রীর পা থেকে খুলে যায় চটি। যা এক কাস্টমস আধিকারিক দেখে নিজেই তুলে নিয়ে যাত্রীকে দিতে যান। আর তাতেই সামনে আসে এক অন্য সত্য।
চেন্নাই : বিমানবন্দরে তখন ব্যস্ততা যথেষ্ট। যদিও বিদেশি বিমানের নিয়মিত ওঠানামা বন্ধ। তবু বিদেশ থেকে বিশেষ বিমান তো আসছেই। উড়েও যাচ্ছে। এমনই একটি বিমান দুবাই থেকে উড়ে আসে চেন্নাই বিমানবন্দরে।
এমিরেটস-এর ওই বিমানে অন্য যাত্রীদের সঙ্গে আসেন বছর ২৩-এর যুবক হাসান আলি। বিমান থেকে অবতরণের পর তামিলনাড়ুর রামানাথপুরম-এর বাসিন্দা হাসান আলি একটু দ্রুত পা চালিয়ে গ্রিন চ্যানেলের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
সেই সময় তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে তাঁর পা থেকে একটি চটি খুলে যায়। যা নজরে পড়ে সেখানে কর্মরত এক কাস্টমস আধিকারিকের। তিনি এগিয়ে আসেন হাসান আলিকে সাহায্য করতে।
হাসানের পা থেকে খুলে যাওয়া চটি তিনি হাতে তুলে নিয়ে হাসানের দিকে এগিয়ে দিতে যান। আর ঠিক তখনই তাঁর একটা খটকা লাগে।
চটিটা অনেক বেশি ভারী। সাধারণত চটি এত ভারী তো হয়না। খটকা লাগায় তিনি হাসানকে আলাদা করে নিয়ে যান। খতিয়ে দেখতে চান পুরো বিষয়টি। আর খতিয়ে দেখতে গিয়েই হতবাক হয়ে যান ওই কাস্টমস আধিকারিক।
ওই চামড়ার চটির মধ্যে থেকে উদ্ধার হয় ২টি সোনার পেস্টের প্যাকেট। হাসানকে অন্য চটিও খুলতে বলা হয়। সেই চটি থেকেও এমনই ২টি প্যাকেট উদ্ধার হয়। যেগুলি প্যাডিং করে আঠা দিয়ে লাগানো ছিল চটির স্ট্র্যাপের সঙ্গে।
২টি চটি থেকে ২৯২ গ্রাম ওজনের সোনার পেস্ট উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। হাসান আলিকে গ্রেফতার করা হয়। ওই কাস্টমস আধিকারিক সাহায্যের জন্য পা থেকে খুলে যাওয়া চটি তুলে দিতে না গেলে সকলের চোখে ধুলো দিয়ে এই পাচার হয়েও যেত বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত দুবাই উড়ে যাওয়ার সময় তামিলনাড়ুর রামানাথপুরম-এর আর এক বাসিন্দা ২১ বছরের সাতিক নামে এক যুবকের কাছ থেকে নিয়মের বেশি বিদেশি মুদ্রা উদ্ধার হয়। যা নিয়ে সে চেন্নাই বিমানবন্দর থেকে দুবাই উড়ে যাওয়ার চেষ্টা করছিল।