প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ ৮ মাস পর সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে দিল্লিতে রয়েছেন মমতা। সেখানেই সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট বৈঠক চলে। বৈঠক ঘিরে কানাঘুষো শুরু হয় যে তিস্তা জলবণ্টন নিয়ে সমস্যা মিটতে চলেছে এই বৈঠকে। কিন্তু বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানান তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। কথা হয়েছে রাজ্যের বকেয়া অর্থ নিয়ে। কেন্দ্র বকেয়া ১০ হাজার কোটি টাকা না মেটালে বহু প্রকল্পের কাজ থমকে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব শুনে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই একান্ত বৈঠককে কেবলই বকেয়া আদায়ের বৈঠক বলে মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, নারদ, সারদা নিয়ে তৃণমূলের একের পর এক নেতানেত্রী যেভাবে বিপাকে পড়ছেন তা থেকে রক্ষার পথ খুঁজতেই প্রধানমন্ত্রীর দ্বারস্থ মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংসদে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা মমতা। দেখা করেন ২ কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেলের সঙ্গেও।