ছিনতাইকারীদের নিশ্চিন্ত আশ্রয় হিসাবে কুখ্যাত মুম্বইয়ের কাছে কল্যাণের ইরানি বস্তি। এখানেই এদিন ২ ছিনতাইবাজ সমীর ও হাসান ইরানিকে গ্রেফতার করতে হাজির হয় পুলিশ। কিন্তু ইরানি বস্তিতে ঢুকতে যাওয়ার মুখেই তাদের দিকে তেড়ে আসে বেশ কয়েকজন মহিলা। পাল্টা পুলিশকেই শুরু হয় মারধর। অভিযোগ একজন কনস্টেবলের গায়ে কেরোসিন ঢেলে দেয় এক মহিলা। তারপর তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে সে। এরা সকলেই দুই চেন ছিনতাইবাজের পরিজন বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। এঁদের মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার। এদিকে এসবের মাঝেই ফাঁকতালে পুলিশের নাগাল পেরিয়ে পালিয়ে যায় ২ ছিনতাইবাজও। পুলিশের অনুমান পুরো হামলাই পূর্ব পরিকল্পিত ছিল। অভিযুক্ত ২৫ জন আক্রমণকারীর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। যাদের মধ্যে অধিকাংশই মহিলা।