National

বিমান ওঠানামার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল ভারত

ব্রিটেনে একটি নতুন করোনার ধরণ হাজির হয়েছে। এই ধরণটি অনেক বেশি সংক্রামক। তাই এবার ব্রিটেনে যাতায়াতের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল ভারত।

নয়াদিল্লি : ব্রিটেনের বিদেশমন্ত্রীর একটি ঘোষণা গোটা বিশ্বকে তটস্থ করে তুলেছে। বিশেষত ইউরোপের দেশগুলিকে। ব্রিটেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, তাঁদের দেশে করোনার এমন একটি ধরণ মাথাচাড়া দিয়েছে যা নেহাতই বেলাগাম হয়ে যাচ্ছে। তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর সংক্রমণ ক্ষমতাও অনেক বেশি। খুব দ্রুত ছড়াচ্ছে সেটি। ব্রিটেনে যে নতুন করোনার ধরণটি মাথাচাড়া দিয়েছে সেটির সংক্রমণ ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

ব্রিটেনের এই ঘোষণার পরই তাদের দেশে তো সাধারণ মানুষের মধ্যে আশঙ্কার মেঘ জমেছেই, সেইসঙ্গে অন্যান্য দেশগুলিও সতর্ক হয়ে উঠেছে।


ইতিমধ্যেই ব্রিটেন থেকে তাদের দেশে যাত্রীবাহী বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। যারমধ্যে নেদারল্যান্ডস, বেলজিয়ামের মত দেশগুলি রয়েছে। জার্মানি, ইতালিও এই পথে হাঁটতে চলেছে। এবার ভারতও বড় সিদ্ধান্ত গ্রহণ করল।

ব্রিটেন থেকে ভারতে এখন যত বিমান আসা যাওয়া করছে তাতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ২২ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে না কোনও বিমান ভারতে নামতে পারবে, না কোনও বিমান ব্রিটেনের উদ্দেশে উড়ে যেতে পারবে।


ব্রিটেনে করোনার নতুন ধরণ ছড়ানোর পর এদিন প্রথমে স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছিল ব্রিটেনে থেকে যাঁরাই আসবেন তাঁদের পরীক্ষা করে তারপর দেশে ঢোকানো হবে। পরে ব্রিটেন থেকে আসা যাওয়াতেই নিষেধাজ্ঞা জারি করল সরকার।

British Airways
ব্রিটিশ এয়ারওয়েজ, ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

ব্রিটেন থেকে কোনও বিমান বা ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার পথে এক এক করে হাঁটছে ইউরোপের দেশগুলিও। ভারত ইতিমধ্যেই সেই পথে হাঁটল।

ভারত থেকে ব্রিটেনে বিমান চলাচলে ৪টি বিমান সংস্থা কাজ করছে, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ভার্জিন আটলান্টিক এবং ব্রিটিশ এয়ারওয়েজ। এই ৪টি সংস্থার কেউই আর ভারত থেকে ব্রিটেনে বা ব্রিটেন থেকে ভারতে আনাগোনা করতে পারবেনা।

এদিকে চিন্তা বাড়িয়ে ব্রিটেনে যে নতুন করোনার ধরণ পাওয়া গিয়েছে সেই ধরণটি অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে। এখন এটা যদি ছড়াতে থাকে তাহলে ফের করোনা পরিস্থিতি নতুন করে বিশ্বজুড়ে জটিল আকার নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button