রাজস্থানের যোধপুর জেলার লোহাওয়াত এলাকা। এখানে এক সাপুড়ে কেউটে নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন। সেই ছবি অনেকে ক্যামেরাবন্দিও করছিলেন। সেই সময় স্থানীয় এক বাসিন্দা বাবুলাল জাখরের গলায় সেই কেউটে জড়িয়ে খেলা দেখানো শুরু করে সাপুড়ে। সাপুড়ের প্রতি বিশ্বাস থেকেই হয়তো আপত্তি করেননি বছর ৩৫-এর বাবুলাল। বরং কেউটের সঙ্গে তাঁর ছবি তোলার ব্যস্ততা উপভোগই করছিলেন তিনি। ভয়ংকর বিষধর কেউটেকে নানাভাবে বাবুলালের দেহের সংস্পর্শে এনে খেলা চলতে থাকে। উঠতে থাকে ভিডিও, স্টিল ছবি। এমন সময়ে আচমকাই বাবুলালের কপালে রগের কাছে ঝুলন্ত অবস্থাতেই কামড় বসায় কেউটে। বাবুলাল যন্ত্রণায় কাতর হয়ে না পড়লেও বিষয়টি পাশে দাঁড়ানো সাপুড়েকে জানান। প্রথমে পাত্তা না দিলেও পরে বিষ ঝাড়ার চেষ্টা করে সে। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুলালকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাপের দংশনের এক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর ৩৫-এর শক্তসমর্থ বাবুলাল। সাপুড়ে ফেরার। তাকে খুঁজছে পুলিশ।