ভারতে করোনামুক্ত মানুষের সংখ্যা ১ কোটি পার করল
নতুন বছরে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। অন্যদিকে করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ১ কোটি পার করেছে।
নয়াদিল্লি : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরের প্রথম দিনে ২০ হাজার ৩৫ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল। তারপর থেকে ২০ হাজারের নিচেই ছিল দৈনিক সংক্রমণ।
এদিন সংক্রমণ ফের ২০ হাজারি ঘরে ফিরল। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩৪৬ জন। দেশে ৯ লক্ষ ৩৭ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে বেড়েছে নমুনা পরীক্ষা।
রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এখন ১ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। দীর্ঘদিন পর এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে।
যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য হলেও বেড়েছে। দাঁড়িয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৮৩ জনে। একদিনে বেড়েছে ৫৩৭ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ২.১৯ শতাংশ।
ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা।
নতুন বছরে ২০০-র ঘরেই রয়েছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ২২২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।
এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২৫ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২২ জনের।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮৭ জন।
যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ১ কোটি পার করেছে। এদিন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ হাজার ৮৫৯ জনে। দেশে সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা