National

ভারতে একদিনে মৃত ২২৮

নতুন বছরে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। এদিন মৃত্যু হয়েছে ২২৮ জনের। সংক্রমিত ১৮ হাজারের ওপর।

কলকাতা : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরে প্রধানত ২০ হাজারের নিচেই ছিল দৈনিক সংক্রমণ। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২২২ জন। দেশে ৯ লক্ষ ১৬ হাজার ৯৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে সামান্য কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ১ কোটি ৪ লক্ষ ৩১ হাজার ৬৩৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য হলেও কমেছে। দাঁড়িয়েছে ২ লক্ষ ২৪ হাজার ১৯০ জনে। একদিনে কমেছে ১ হাজার ২৫৯ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ২.১৫ শতাংশ।


ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই রয়েছে মৃত্যু।

গত একদিনে মৃত্যু হয়েছে ২২৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৯৮ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।


এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭৩ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২৩ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২১ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৫৩ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ১ কোটি পার করেছে। এদিন করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ হাজার ৬৫১ জনে। দেশে সুস্থতার হার ৯৬.৪১ শতাংশে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button