National

মাসের শেষে দেশে ৯৭ শতাংশের দরজায় সুস্থতার হার

দেশে সুস্থতার হার মাসের শেষ দিনে পৌঁছে গেল ৯৭ শতাংশের দরজায়। অন্যদিকে সংক্রমণ ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা তার নিম্নমুখী ধারা বজায় রেখেছে।

নয়াদিল্লি : নতুন বছরের শুরু থেকে প্রধানত ২০ হাজারের নিচেই ছিল দেশে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই নামা ওঠা চলছে। এমনকি ১০ হাজারি ঘরেও এরমধ্যে পৌঁছেছিল সংক্রমণ। তবে সেই ঘর ধরে রাখতে পারেনি তা।

বেশ কিছুদিন ধরেই ১৫ হাজারের নিচে ঘুরপাক খাচ্ছে সংক্রমণ। নতুন বছরের প্রথম মাসের শেষে এসেও সেই ধারাই বজায় রইল। একদিনে সংক্রমিত হলেন ১৩ হাজার ৫২ জন। দেশে ৭ লক্ষ ৫০ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে সামান্য কমেছে নমুনা পরীক্ষা।


রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৪৬ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। ফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৭৮৪ জনে। একদিনে কমেছে ১ হাজার ৪০ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫৭ শতাংশে।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। এখন তা আরও কমেছে। দৈনিক করোনায় মৃতের সংখ্যা এখন ২০০-র নিচেই থাকছে।


এদিন মৃত্যু হয়েছে ১২৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ২৭৪ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে ছত্তিসগড়ের সঙ্গে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪২ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৮ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৯ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৬৫ জন। যার হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ২৩ হাজার ১২৫ জন।

মাসের শেষে দেশে সুস্থতার হার ৯৭ শতাংশের দরজায় পৌঁছে গেছে। দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬.৯৯ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button