ঋণ মকুব, খরা ত্রাণ প্যাকেজ ও কাবেরি জল সমস্যার কারণে তামিলনাড়ু শুকিয়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ। এই ৩ দাবিতে দিল্লির যন্তরমন্তরে একটানা বিক্ষোভ দেখিয়ে চলেছেন তামিলনাড়ুর কৃষকরা। কেন্দ্র এ নিয়ে বিশেষ মাথা না ঘামালেও প্রতিবাদের ভাষা হিসাবে মাথা কামানো বা গায়ে আঘাতের মত নানা পন্থা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁরা। তাতেও কাজ না হওয়ায় শনিবার তাঁরা মূত্রপান কর্মসূচি নেন। সেজন্য একটি পাত্রে বেশ কয়েকজন তাঁদের মূত্র জমা করে তা পান করার উদ্যোগ শুরু করেন। কিন্তু এতদিন পুলিশ চুপ থাকলেও মূত্রপান কর্মসূচির আগে হস্তক্ষেপ করে। কৃষকদের বুঝিয়ে নিরস্ত করে তারা। ফলে শেষ মুহুর্তে জমানো মূত্র পান করা সম্ভব না হলেও তাঁরা সেই জমানো মূত্রের পাত্র নিয়ে রাজ্যে ফিরবেন বলে জানিয়েছেন কৃষকরা। তাঁদের বক্তব্য, কেন্দ্র তাঁদের জল সমস্যার সমাধান করল না। তাই মূত্র নিয়েই রাজ্যে ফিরতে হচ্ছে তাঁদের।