National

দৈনিক ৫০ হাজারের দিকে ছুটছে সংক্রমণ, মৃত্যু ২০০ পার

দেশে ফের করোনা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। দৈনিক সংক্রমণ ৫০ হাজারের কাছে পৌঁছে গেছে। মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

নয়াদিল্লি : মার্চে পড়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এদিন দৈনিক সংক্রমণ ৪৭ হাজারের দরজায় পৌঁছে গেছে। সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৯৫১ জন।

মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিসগড়, গুজরাট, কেরালা তো বটেই এখন কর্ণাটক, তামিলনাড়ু সহ অন্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় দেশে ক্রমশ অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।


ফেব্রুয়ারিতেও যেখানে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমতে কমতে ১ লক্ষের নিচে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে এখন তা বাড়তে বাড়তে এদিন ৩ লক্ষ পার করেছে। এদিন দেশে ৮ লক্ষ ৮০ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ৩ লক্ষ কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ১ কোটি ১৬ লক্ষ ৪৬ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এদিনও সংক্রমিতের চেয়ে অনেক কম হয়েছে। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে।


এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৪ হাজার ৬৪৬ জনে। একদিনে বেড়েছে ২৫ হাজার ৫৫৯ জন। এদিকে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ায় অ্যাকটিভ রোগীর শতাংশের হারও ফের বেড়েছে। বেড়ে ২.৮৭ শতাংশে দাঁড়িয়েছে করোনা অ্যাকটিভ রোগীর হার।

মার্চের বেশিরভাগ দিনই ১০০-র ওপরই থেকেছে দৈনিক মৃত্যু। এখন প্রতিদিনই আগের দিনের তুলনায় বেড়ে চলেছে দৈনিক মৃত্যু। এদিন আবার দৈনিক মৃত্যু ২০০ পার করেছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১২ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৯৬৭টি। মৃত্যুর হার অবশ্য কমেছে। ১.৩৮ শতাংশ থেকে কমে হয়েছে ১.৩৭ শতাংশ।

গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে গেছে। রাজ্যে গত দিন ৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৯ জনের। পঞ্জাবে ৪৪ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ১৩ জনের। ছত্তিসগড়ে ১০ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দৈনিক সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ১৮০ জন।

এর হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১১ লক্ষ ৫১ হাজার ৪৬৮ জন। সুস্থতার হার নেমেছে ৯৫.৭৫ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button