National

রাম জন্মভূমিতে এবার প্রথম হোলি, বিশেষ বন্দোবস্ত

রাম জন্মভূমিতে এবার প্রথম বারের জন্য পালিত হতে চলেছে রঙয়ের উৎসব হোলি। এজন্য বিশেষ বন্দোবস্তও করা হয়েছে।

অযোধ্যা : আড়ম্বরপূর্ণভাবেই রাম জন্মভূমিতে পালিত হবে হোলি। এবারই প্রথমবার মন্দির চত্বরে হোলি পালিত হবে। রাম জন্মভূমি মন্দির তৈরির কাজ চালু হয়েছে। মন্দির তৈরি এখনও অনেকটাই বাকি। তবে রামলালার বিগ্রহের সামনেই এবার হবে হোলি উৎসব। রঙিন হয়ে উঠবে রাম জন্মভূমি চত্বর।

প্রসঙ্গত রামলালার বিগ্রহ বিগত প্রায় ৩০ বছর ধরে অস্থায়ী তাঁবুতে রাখা ছিল। এখন তা মন্দির চত্বরে স্থায়ী জায়গায় রাখা হয়েছে। এবার সেই রামলালার সামনে প্রথম হোলি।


ভেষজ রং ও সুগন্ধি দেওয়া আবিরে খেলা হবে হোলি। তারজন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। গোটা মন্দিরকে সাজানো হচ্ছে ফুলে। বিভিন্ন রঙয়ের ফুলে সাজানো হবে মন্দির চত্বর।

এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল আনা হচ্ছে। যেখানে যে ফুল পাওয়া যায় তাই আনা হচ্ছে রাম জন্মভূমি মন্দির চত্বরকে সুন্দর করে সাজিয়ে তুলতে।


রাম মন্দির ট্রাস্ট ইতিমধ্যেই পুরোহিতদের সঙ্গে আলোচনা শুরু করেছে। হোলির দিন বিশেষ যে নিয়ম পালন করা হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। কীভাবে পুরো অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করা যায় তা নিয়ে উদ্যোগী ট্রাস্ট।

এবার হোলির উৎসবে এখানে আনন্দ দ্বিগুণ। এক রাম মন্দির তৈরি শুরু হয়েছে। আর সেই চত্বরে পালিত হচ্ছে প্রথম হোলি। সব মিলিয়ে হোলির দিন রাম জন্মভূমি মন্দিরের হোলি গোটা দেশের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button