
নিজের বোনকে ধর্ষণ করতে স্বামীকে মদত দিল দিদি। তাও আবার বোনের বয়স কত? মাত্র ৮ বছর। শুধু স্বামীই নয়, ধর্ষণে দোসর হয়েছিল আরও ১ জন। পাশবিক এই ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। স্থানীয় মানুষের সাহায্যে এক স্বেচ্ছাসেবী সংস্থা খবরটা পায়। তারপর তারাই পুলিশে খবর দেয়। অভিযোগক্রমে পুলিশ দিদি ও জামাইবাবুকে গ্রেফতার করেছে। আর একজনের তল্লাশি চলছে। বাবা-মা মারা যাওয়ার পর ছোট্ট বোনটা দিদি জামাইবাবুর কাছেই থাকত। পুলিশ সূত্রের খবর, দিদির মদতে দিনমজুর জামাইবাবু সপ্তাহ খানেক ধরেই ৮ বছরের শালিকে ধর্ষণ করছিল। এই কাজে আরও একজনকে জুটিয়েছিল সে। পুরো কাজটা চলত দিদির প্রত্যক্ষ মদতে। ওই নাবালিকার চিকিৎসা শুরু হয়েছে। তার শরীরে যৌন হয়রানির হদিসও পেয়েছেন চিকিৎসকেরা।