দিল্লিতে পুরভোটের উত্তাপে রবিবারটা কাটালেন দিল্লিবাসী। তবে উৎসাহে কোথাও যেন ঘাটতিই নজর কাড়ল। সকালে ভোট শুরুর পর থেকেই কম ভোট পড়ার খবর আসছিল। বেড়া বাড়লেও সেই চিত্রের বড় একটা পরিবর্তন হয়নি। যাঁরা ভোট দিতে বুথে পৌঁছেছেন তাঁদের ভোট দানে বিশাল লাইনের পিছনে দাঁড়াতে হয়নি। ফাঁকাই ছিল বুথ। দিনের শেষে টেনেটুনে ৫৪ শতাংশের মত ভোট পড়েছে দিল্লি পুরভোটে। এদিনও ইভিএম নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের নিশানায় ছিল নির্বাচন কমিশন। ইভিএম বিভ্রাটের জন্য কমিশনকেই কাঠগড়ায় তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুরনো দিনের কথা মনে পড়িয়ে ভোট ঘরে তোলার চেষ্টায় ত্রুটি করেনি কংগ্রেস। এদিনও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ভোট দিয়ে বার হওয়ার পর কংগ্রেস দিল্লির যে উন্নতি করেছে সেকথা মাথায় রেখে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।