কাফিলের অসহ্য অত্যাচারের হাত থেকে উদ্ধারের আর্তি নিয়ে মেয়েকে একটি অডিও মেসেজ পাঠালেন এক মহিলা। সেই অডিওতে তাঁকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বাবানগরের বাসিন্দা ৩৯ বছরের সলমা বেগম অনেক দিন ধরেই দারিদ্রের যন্ত্রণায় জেরবার। সংসারের আর্থিক দুর্দশা ও পাহাড় প্রমাণ ধার শোধ করতে না পেরে অবশেষে ২ এজেন্টের মাধ্যমে সৌদি আরবে পরিচারিকার কাজ নিয়ে চলে যান তিনি। আদপে তাঁকে ৩ লক্ষ টাকার বিনিময়ে সেখানে এক কাফিলের কাছে বিক্রি করে দেওয়া হয়। অভিযোগ সেখানে তাঁর ওপর চরম মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে যে তাঁকে পরিচারিকার কাজে রেখেছে সেই ‘কাফিল’। সেই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে মেয়ে সামিনাকে একটি অডিও বার্তা পাঠান সলমা বেগম।