এক্সিট পোলকে সত্যি প্রমাণ করে দিল্লি পুরভোটে বিজেপির জয়জয়কার। তিনটি পুর নিগম নর্থ, ইস্ট ও সাউথ। সবকটিতেই গেরুয়া ঝড়ে কুপোকাত আপ, কংগ্রেস। দিল্লি বিধানসভা নির্বাচনে ২০১৫ সালে ৭০টির মধ্যে ৬৭টি আসন পেয়ে ঝড় বইয়ে ক্ষমতায় এসেছিল আপ। সেই আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন হারের ধাক্কা সামলাতে ইভিএমের দিকে অভিযোগের তির ছুঁড়েছেন। আপের তরফে পুর নিগমে হারের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, এখানে মোদী ঝড় নয়, ইভিএম ঝড় হয়েছে। যদিও পাল্টা দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি আপকে সমর্থন না দেওয়ার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে আরও একধাপ এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ‘ড্রামা কুইন’ বলে তোপ দেগেছেন প্রাক্তন আপ নেত্রী সাজিয়া ইলমি। ফলাফলের খতিয়ান বলছে ২০১২ সালে দিল্লি পুরনিগমে যে নির্বাচন হয়েছিল, সে তুলনায় এবার বিজেপি আরও ভাল ফল করেছে। অন্যদিকে কার্যতই খুঁজে পাওয়া যাচ্ছে না আপকে। আর প্রায় নিশ্চিহ্ন কংগ্রেস। কংগ্রেসের এই জঘন্য হারের দায় নিয়ে এদিন দিল্লির কংগ্রেস প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অজয় মাকেন। জানিয়ে দিয়েছেন আগামী এক বছরে দলের কোনও পদ তিনি গ্রহণ করবেন না।