National

সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

সিবিএসই বোর্ড পরীক্ষায় বসার আগে চূড়ান্ত প্রস্তুতিতে এখন ব্যস্ত দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। কিন্তু এদিন পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

এ বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা প্রচলিত সময়ের চেয়ে অনেকটা পিছিয়েই ঘোষণা হয়েছিল। মে মাসে হওয়ার কথা ছিল পরীক্ষা। তার জন্য জোরকদমে প্রস্তুতিও চলছিল। কিন্তু এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ট্যুইট তাতে জল ঢেলে দিল।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়ে দিয়েছেন, সিবিএসই বোর্ডের ১২ ক্লাসের বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত করা হল। ১ জুনের পর নতুন দিন জানানো হবে। পরীক্ষার্থীদের এমনভাবেই নতুন দিন দেওয়া হবে যাতে তারা পরীক্ষায় বসার আগে কমপক্ষে ১৫ দিন সময় পায়।


করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত হলেও দশম শ্রেণির বোর্ড পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে। সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে অবজেক্টিভ ক্রাইটেরিয়ার ভিত্তিতে বোর্ড দশম শ্রেণির রেজাল্ট প্রস্তুত করবে।

তবে সেই রেজাল্ট কোনও ছাত্রছাত্রীর পছন্দ না হলে সে পরীক্ষা দিতে পারবে। তবে তার জন্য বোর্ডের ঘোষণা করা দিনের জন্য অপেক্ষা করতে হবে।


কিন্তু সেই অপেক্ষা কতদিনের তা এদিন পরিস্কার করা হয়নি। সিবিএসই বোর্ডের সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেলেও আইসিএসই বোর্ড এখনও তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button