করোনা পরিস্থিতি বোঝাতে অভিনব রামনবমী পালন
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই পরিস্থিতিতে করোনা বিধি মেনে বাড়ি থেকে বার হওয়া কতটা জরুরি তাই বোঝাতে রাস্তায় নামলেন ওঁরা।
ভারতে করোনা পরিস্থিতি প্রতিদিনই জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে রাস্তায় বার হলে মুখে মাস্ক থাকা আবশ্যিক। দরকার সামাজিক দূরত্ব মেনে চলাও।
এটাই বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানী, সকলেই। অনেক সংগঠন সহ মানুষকে সচেতন করে তুলতে উদ্যোগী অনেক প্রতিষ্ঠানও। এই পরিস্থিতিতে আরও এক অভিনব ভাবনা নজর কাড়ল।
কাঁধে তির ধনুক নিয়ে রাস্তায় নেমে পড়লেন ভগবান রামের সাজে সজ্জিত তাঁর এক ভক্ত। তবে একা নন। লক্ষ্মণ ও হনুমানের সাজে আরও ২ জন তাঁর সঙ্গ নিলেন। এঁরা রাস্তায় ঘুরে মানুষকে করোনা নিয়ে সচেতন করে তুলছেন।
বুধবার রামনবমী উপলক্ষে এভাবেই সামাজিক সচেতনতা বাড়াতে রাম, লক্ষ্মণ ও হনুমানের সাজে সেজে ভগবান রামের ৩ ভক্তের উদ্যোগ নজর কেড়েছে গোটা দেশের।
বেঙ্গালুরুর রাস্তায় এঁদের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। প্রসঙ্গত গত ১ মাসে বেঙ্গালুরুতে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।
এই অবস্থায় রাস্তায় বার হলে মুখে মাস্ক থাকা আবশ্যিক। দরকার ২ জনের মধ্যে প্রয়োজনীয় সামাজিক দূরত্বও। এটাই এঁরা রাস্তায় রাম, লক্ষ্মণ, হনুমান সেজে ঘুরে ঘুরে বোঝানোর চেষ্টা করছেন। যা অবশ্যই তারিফের দাবি রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা