পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্র করার অপরাধে মডেল প্রীতি জৈনকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত। তাঁর সঙ্গে এই ষড়যন্ত্রে জড়িত অভিযোগে আরও ২ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০০৪ সালে প্রীতি মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ করেন তাঁকে মধুর ভান্ডারকর ধর্ষণ করেছেন।
মডেল হিসাবে পরিচিতি লাভ করা প্রীতি পুলিশকে জানান, তাঁকে সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করানোর প্রতিশ্রুতি দিয়ে মধুর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান। কিন্তু কোনও সিনেমায় নায়িকার চরিত্র দেননি। ফলে তিনি আর শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় মধুর একদিন তাঁকে ধর্ষণ করেন।
যদিও সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। উল্টে মধুরকে খুন করতে এক সুপারি কিলারকে ভাড়া করার অভিযোগে প্রীতিকে ২০০৫ সালে গ্রেফতার করা হয়।
এদিন সেই মামলার সাজা ঘোষণা হল। যদিও এই রায়ে অবাক প্রীতি জৈন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন।