করোনা থেকে বাঁচতে বরযাত্রী সমেত সাইকেলে করে বিয়ে করতে ছুটলেন বর
বরযাত্রীরাও সাইকেলে। বরও সাইকেলে। এভাবেই বিয়ে করতে বিশাল পথ পাড়ি দিলেন বর। যা দেখে কার্যত সকলের তারিফই পেয়েছেন তাঁরা।
বিয়ের দিন স্থির হয়েছে অনেকদিন আগেই। মেয়ের বাড়ি বরের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সেখানেই বিয়ের আসর বসেছিল। অপেক্ষা ছিল বর আসার।
বরও এলেন। সঙ্গে বরযাত্রীও এল। কিন্তু তাঁরা যেভাবে এলেন তা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। বর তাঁর বরের পোশাকেই নেমে পড়লেন সাইকেল থেকে।
একটা সাইকেল নয়। তাঁর পিছনে সারি দিয়ে এল সাইকেল। প্রতিটি সাইকেল আরোহীই বরযাত্রী। সকলের মুখেই মাস্ক।
প্রাথমিকভাবে মনে হতেই পারে যে এটা একটা চমক দেওয়ার চেষ্টা। বর ও বরযাত্রী এলেন সাইকেলে। যা চর্চার বিষয় হবে। কিন্তু বাস্তবটা তা নয়।
বরং করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর করোনা সচেতনতার এক সূক্ষ্ম অধ্যায় লুকিয়ে আছে এই পদক্ষেপে। বর বিনয় কুমার জানিয়েছেন তিনি বরযাত্রী নিয়ে বাসে বা গাড়িতে আসতেই পারতেন। কিন্তু তা তিনি করেননি।
কেন করেননি? বিনয় কুমার জানিয়েছেন এখন সামাজিক দূরত্ব ভীষণ গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে বাস বা গাড়িতে এই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হত না। তাই তিনি সাইকেলে করে আসার কথা চিন্তা করেন।
সাইকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো পথ অতিক্রম করে বিবাহবাসরে পৌঁছনো সহজ হয়েছে। তাঁর এই বার্তা পৌঁছনোর চেষ্টা যথেষ্ট তারিফ কুড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার বোঝি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা