National

স্বস্তি দিয়ে সামান্য হলেও কমল দৈনিক সংক্রমণ

তবে কি আশার আলো? এপ্রিল জুড়ে করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তেই দেখেছেন দেশের মানুষ। এদিন তা সামান্য হলেও তুলনায় কমল।

গত দিনই সাড়ে ৩ লক্ষের গণ্ডি পার করে গিয়েছিল দেশে করোনা সংক্রমণ। কোথায় গিয়ে থামবে দৈনিক সংক্রমণের উর্ধ্বগতি? এটাই ছিল প্রশ্ন। অবশেষে এপ্রিল জুড়ে প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে নয়া উচ্চতা ছোঁয়া সংক্রমণ এদিন সামান্য হলেও নামল।

এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। গত দিন ৩ লক্ষ ৫২ হাজার পার করার পর এদিন তা কমল। একি একদিনের সামান্য স্বস্তি? নাকি সংক্রমণের চূড়া ছুঁয়ে এবার নামার পালা? এর উত্তর সময় দিতে পারবে।


এদিন ১৬ লক্ষ ৫৮ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে গত একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। যা গত দিনের তুলনায় সামান্য কম।

মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫২৪ জনের, দিল্লিতে ৩৮০ জনের, ছত্তিসগড়ে ২২৬ জনের, উত্তরপ্রদেশে ২৪৯ জনের, কর্ণাটকে ২০১ জনের, গুজরাটে ১৫৮ জনের, ঝাড়খণ্ডে ১২৪ জনের। এছাড়া মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১২ শতাংশ।


দেশে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ৬৮ হাজার ৫৪৬ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। যা কার্যত এতদিন ১ লক্ষের ওপরই থাকছিল। দেশে এখন ১৬.৩৪ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগীর হার।

এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.৫৪ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button