৪ লক্ষের নিচে নামল সংক্রমণ, মৃত্যু ছুঁল রেকর্ড উচ্চতা
ভারতে দৈনিক সংক্রমণ এদিন কিছুটা হলেও কমল। ৪ লক্ষের ওপর চলে যাওয়া সংক্রমণ এদিন ৪ লক্ষের নিচে নেমেছে। কিন্তু মৃত্যু রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।
ভারতে সংক্রমণ বেড়েই চলেছে। তবে ৪ লক্ষ পার করা সংক্রমণ এদিন ৪ লক্ষের নিচে নেমেছে। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। তাহলে কোথায় শেষ করবে দৈনিক সংক্রমণ? কোথায় পৌঁছলে মিলবে চূড়া? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে ঘুরছে।
এদিন ১৮ লক্ষ ৪ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জন।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮০২ জনের। এছাড়া দিল্লিতে ৪১২ জনের, ছত্তিসগড়ে ২২৯ জনের, উত্তরপ্রদেশে ৩০৪ জনের, কর্ণাটকে ২৭১ জনের, গুজরাটে ১৭২ জনের, রাজস্থানে ১৬০ জনের, পঞ্জাবে ১৩৮ জনের, ঝাড়খণ্ডে ১৬৯ জনের, উত্তরাখণ্ডে ১০৭ জনের, তামিলনাড়ুতে ১৪৭ জনের ও পশ্চিমবঙ্গে ১০৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ।
দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ৮০ হাজার ৯৩৪ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৭.১৩ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৩ লক্ষ পার করেছে।
সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮১.৭৭ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা