কমেও ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু রেকর্ড উচ্চতায়
ভারতে দৈনিক সংক্রমণ টানা ৩ দিন নিচে নেমেছিল। কিন্তু এদিন তা ফের লাফ দিয়ে বেড়েছে। অন্যদিকে দৈনিক মৃত্যুও এদিন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
হৃৎস্পন্দন বাড়িয়ে ৪ লক্ষ পার করে গিয়েছিল একদিনে সংক্রমণ। তারপর পরপর ৩ দিন কমেছিল সংক্রমণ। অনেকেই মনে করছিলেন তাহলে হয়তো দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এবার কমতে শুরু করল। কিন্তু সেই আশায় জল ঢেলে এদিন ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ জন।
এদিন ১৫ লক্ষ ৪১ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। এদিকে দেশে গত একদিনে মৃত্যু রেকর্ড সংখ্যায় পৌঁছেছে। এদিন মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ১৮৮ জন।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮৯১ জনের। এছাড়া দিল্লিতে ৩৩৮ জনের, ছত্তিসগড়ে ২১০ জনের, উত্তরপ্রদেশে ৩৫১ জনের, কর্ণাটকে ২৮৮ জনের, গুজরাটে ১৩১ জনের, রাজস্থানে ১৫৪ জনের, পঞ্জাবে ১৭৩ জনের, ঝাড়খণ্ডে ১৩২ জনের, তামিলনাড়ুতে ১৪৪ জনের, পশ্চিমবঙ্গে ১০৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য। দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ।
দেশে এদিন অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। ৪০ হাজার ৯৬ জন অ্যাকটিভ রোগী গত একদিনে তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন ১৬.৮৭ শতাংশে রয়েছে অ্যাকটিভ রোগী। অ্যাকটিভ রোগী শতাংশের হিসাবে কমল।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে ৩ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮২.০৩ শতাংশ। ফের সুস্থতার হারও এদিন বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা