কাশ্মীরের বিভিন্ন ব্যাঙ্কে লুঠতরাজ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোম, মঙ্গলের পর বুধবারও ব্যাঙ্ক লুঠের হাত থেকে রেহাই পেল না জম্মু কাশ্মীর। এদিন ২টি লুঠের ঘটনাই ঘটেছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়। ২টি লুঠের মধ্যে ব্যবধান খুব বেশি হলে ২ ঘণ্টা। প্রথম ঘটনাটি ঘটে বেলা ১টা ৫০ মিনিট নাগাদ। এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ওয়াহিবাগ শাখায় ঢুকে পড়ে ৪ জন সশস্ত্র জঙ্গি। তারপর ব্যাঙ্ক কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।
দ্বিতীয় ডাকাতির ঘটনাটি ঘটে বিকেল ৩টে ২০ নাগাদ। পুলওয়ামায় জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের নেহামা শাখায়। যদিও এই শাখা থেকে ঠিক কত টাকা নিয়ে জঙ্গিরা চম্পট দেয় তা পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবারও একটি ব্যাঙ্কে হানা দিয়ে ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তার আগের দিন জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যান রাস্তায় দাঁড় করিয়ে ৫ পুলিশ কর্মী ও ২ ব্যাঙ্ক কর্মীকে গুলি করে হত্যা করে ক্যাশভ্যান নিয়ে পালায় জঙ্গিরা।