একটি বাড়ি থেকে দিনরাত বেরিয়ে আসছে সাপ, হৈচৈ গ্রামে
একটি বাড়ি থেকে সকাল নেই দুপুর নেই, বিকেল নেই, সন্ধে নেই যখন তখন বেরিয়ে আসছে সাপ। যা দেখে ভীতি ছড়াল গ্রামে।
একটা বাড়িতে সাপ ঢুকে পড়ে থাকতে পারে। এমনটা গ্রামাঞ্চলে হয়। তা নিয়ে কেউ ভাবে না। কিন্তু যদি একটি বাড়ি থেকে সকাল নেই, দুপুর নেই, বিকেল নেই, সন্ধে নেই যখন তখন কলকল করে বেরিয়ে আসে সাপ। তখন তো আতঙ্ক ছড়াবেই।
সেটাই হয়েছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার লালুগঞ্জ এলাকায়। এখানেই থাকেন গয়া প্রসাদ নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি থেকে গত মঙ্গলবার দিনভর শুধু সাপ বেরিয়ে এসেছে।
গয়া প্রসাদ জানিয়েছেন সকালের দিকে কয়েকটা ছোট সাপ তিনি দেখতে পান বাড়িতে। ভাবেন বাইরে থেকে ঢুকে পড়েছে। তাই সেগুলো ধরে কাছের জমিতে ছেড়ে দেন।
কিন্তু তার কিছু পরে ফের বাড়িতে সাপ দেখতে পান তিনি। এবার সাপের সংখ্যা বাড়তে থাকে। এদিক ওদিক থেকে সাপ বার হতে থাকে।
আতঙ্কে গয়া প্রসাদ বাড়িতে সাপুড়ে ডাকেন। সন্ধে পর্যন্ত সাপুড়ে ৫০টিরও বেশি সাপ গয়া প্রসাদের বাড়ির বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। তারপর সেগুলিকে কাছের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অধিকাংশ সাপই ছোট।
এই ঘটনার খবর পেয়ে গ্রামের মানুষ ভিড় জমান। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের আধিকারিকরা মনে করছেন কোনও সময়ে গয়া প্রসাদের বাড়ির কোনও গর্তে সাপ ডিম পেড়েছিল।
সেই ডিম ফুটে বাচ্চা হয়েছে। তারাই এভাবে কল কল করে বেরিয়ে আসছে গর্ত থেকে। ছড়িয়ে পড়ছে বাড়িতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা