আবার শুরু সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু সেই ৪ হাজারি ঘরেই
ভারতে দৈনিক সংক্রমণ ২ দিন আগেও ধাপে ধাপে কমছিল। কিন্তু গত দিনের পর এদিনও সংক্রমণ ফের বাড়ল। দৈনিক মৃত্যুও ৪ হাজারি ঘরেই ঘোরাফেরা করছে।
দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশ দ্বিতীয় করোনার ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার হয়তো নামবে সংক্রমণ। মাঝে ২ দিন নামেও সংক্রমণ। কিন্তু তার পর ফের তা বাড়তে শুরু করেছে।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৫৯৪ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন।
এদিন ১৮ লক্ষ ৬৪ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে ১ লক্ষ কম নমুনা পরীক্ষা হয়েছে এদিন।
এদিকে দেশে গত একদিনে মৃত্যু ৪ হাজারি ঘরেই রয়ে গিয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জন। দেশে এখন মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮১৬ জনের। এছাড়া দিল্লিতে ৩০০ জনের, ছত্তিসগড়ে ১৫৩ জনের, উত্তরপ্রদেশে ৩২৬ জনের, কর্ণাটকে ৫১৬ জনের, গুজরাটে ১০২ জনের, রাজস্থানে ১৬৪ জনের, পঞ্জাবে ১৯৩ জনের, উত্তরাখণ্ডে ১০৯ জনের, তামিলনাড়ুতে ২৯৩ জনের, হরিয়ানায় ১৬৫ জনের ও পশ্চিমবঙ্গে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।
দেশে অ্যাকটিভ রোগী এদিন ফের বাড়ল। ৬ হাজার ৪২৬ জন অ্যাকটিভ রোগী এদিন বেড়েছে দেশে। দেশে এখন ১৫.৬৫ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগী।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ১৮১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.২৬ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা