ক্রমশ এ রাজ্যের দিকে এগোচ্ছে গঙ্গায় ভেসে আসা দেহ
ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে গঙ্গায় ভেসে আসা দেহের মিছিল। চিন্তায় এ রাজ্যের প্রশাসন। ভেসে আসা দেহ সামলাতে ব্যস্ত পড়শি রাজ্য।
গঙ্গায় দেহ ভেসে আসা ঠেকানো মুশকিল হচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারের বক্সারে ইতিমধ্যেই গঙ্গায় ভেসে এসেছে সারিসারি দেহ। কোনওটি গলাপচা দেহ, কোনওটি আধপোড়া।
এদিকে চিন্তা বাড়ছে এ রাজ্যেও। কারণ যেভাবে গঙ্গার জলে ভেসে আসছে দেহ তাতে তা এ রাজ্যেও গঙ্গায় ভেসে প্রবেশ করতেই পারে।
চিন্তা আরও বাড়িয়েছে বৃহস্পতিবার পাটনাতেও গঙ্গায় সারিসারি দেহ মেলায়। পাটনার গুলাবি ঘাটে এদিন কার্যত এত দেহ দেখে আতঙ্ক ছড়ায়।
গুলাবি ঘাটে যে দেহগুলি গঙ্গায় ভেসে এসেছে সেগুলির বেশ কয়েকটি আধপোড়া বলেও জানিয়েছে প্রশাসন। স্থানীয় মানুষই দেহ দেখে খবর দেন। পরে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়।
দেহগুলি জল থেকে উদ্ধার করে সেগুলির সঠিক সৎকারের বন্দোবস্ত করছে প্রশাসন। এদিকে বিহারের বক্সারের পর এবার পাটনাতেও গঙ্গায় ভেসে আসা দেহ মেলায় বিহার প্রশাসন চিন্তায়।
স্থানীয় মানুষ জানাচ্ছেন মূলত দরিদ্র মানুষজন করোনায় মৃত পরিজনদের সৎকারের বন্দোবস্ত করতে অসমর্থ হচ্ছেন। সৎকারের জন্য প্রয়োজনীয় অর্থ হাতে না থাকায় তাঁরা দেহগুলিকে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছেন।
এর ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশাসনের তরফ থেকে এভাবে দেহ গঙ্গায় ফেলতে বারবার নিষেধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা