দেশে সংক্রমণ সামান্য কমল, ২ কোটি পার সুস্থতা
ভারতে দৈনিক সংক্রমণে এখন কমা বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কোনওদিন বাড়ছে তো কোনও দিন তুলনায় কমছে। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার মানুষের।
দেশে করোনা সংক্রমণ এক ভয়ংকর রূপ ধারণ করেছে। তবে বৈজ্ঞানিকরা বলছেন দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের চূড়া স্পর্শ করে ফেলেছে। এবার হয়তো নামবে সংক্রমণ।
এখন দেখা যাচ্ছে কোনওদিন সংক্রমণ আগের দিনের তুলনায় বাড়ছে। তো কোনও দিন সংক্রমণ আগের দিনের তুলনায় কমছে। যেমন এদিন গত দিনের তুলনায় সংক্রমণ কমেছে।
এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন।
এদিন ১৮ লক্ষ ৭৫ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গত দিনের চেয়ে সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা। এদিকে দেশে গত একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জন। দেশে এখন মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশে।
মহারাষ্ট্রে এদিন মৃত্যু হয়েছে ৮৫০ জনের। এছাড়া দিল্লিতে ৩০৮ জনের, ছত্তিসগড়ে ১৯৫ জনের, উত্তরপ্রদেশে ২৭৭ জনের, কর্ণাটকে ৩৪৪ জনের, গুজরাটে ১০৯ জনের, রাজস্থানে ১৫৯ জনের, পঞ্জাবে ১৮৬ জনের, উত্তরাখণ্ডে ১২২ জনের, তামিলনাড়ুতে ২৯৭ জনের, হরিয়ানায় ১৬৩ জনের, ঝাড়খণ্ডে ১০৮ জনের ও পশ্চিমবঙ্গে ১২৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে ২ অঙ্কে দাঁড়িয়ে দেশের অনেক রাজ্য।
দেশে এদিনও অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে অ্যাকটিভ রোগী এদিন কমেছে ৫ হাজার ৬৩২ জন। দেশে এখন কমে ১৫.৪১ শতাংশ হয়েছে অ্যাকটিভ রোগীর হার।
এদিকে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও এদিন নজর কেড়েছে। সংক্রমিতের চেয়ে এদিন সুস্থ হয়ে উঠেছেন বেশি মানুষ। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৫০ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা