National

লালসার শিকার করোনা সংক্রমিত মহিলাও, পরদিনই মৃত্যু

এক ওয়ার্ড বয়ের লালসার হাত থেকে ছাড় পেলেন না করোনা আক্রান্ত মহিলাও। তাঁর ওপর শারীরিক অত্যাচারের ফলে পরদিনই তাঁর মৃত্যু হয় হাসপাতালে।

তিনি করোনা পজিটিভ হওয়ার পর পরিবারের তরফে ৪৩ বছরের ওই মহিলাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অভিযোগ, সেখানে ভর্তি থাকাকালীন ভোর ৪টে নাগাদ এক ওয়ার্ড বয় মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ে। তারপর ওই মহিলার কাছে এসে জানায় যে মহিলার কিছু শারীরিক পরীক্ষা রয়েছে।

করোনা সংক্রমণের শিকার ওই মহিলাকে ওয়ার্ড বয় নিয়ে যায় বাথরুমে। অভিযোগ সেখানেই ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে সে।


ওয়ার্ড বয়ের লালসার শিকার হন ওই মহিলা। তাতে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়। পরদিন তাঁকে অনেক চেষ্টা করেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।

ঘটনাটি ১ মাস আগের। তবে তা লোকচক্ষুর সামনে আসেনি। ভোপালের একটি হাসপাতালের ঘটনা। ভোপাল মেমোরিয়াল হাসপাতালে ঘটা এই ঘটনা সামনে নিয়ে আসে ভোপাল গ্যাস কাণ্ডে শিকারদের ন্যায় পেতে সাহায্য করা একটি এনজিও।


এই ঘটনার কথা জানিয়ে ওই এনজিও ২টি বিষয় তুলে ধরেছে। এক, হাসপাতালের করোনা ওয়ার্ডগুলির ভয়ংকর পরিস্থিতি তারা তুলে ধরার চেষ্টা করেছে।

দুই, তাদের অভিযোগ এই ঘটনা ঘটার পর ১ মাস কেটে গেলেও এ বিষয়ে মৃতার পরিবারকে পুলিশ কিছু জানায়নি। যদিও সেকথা অস্বীকার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button